ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
এশিয়ান আরচ্যারিতে সেরা স্কোর বাংলাদেশের বন্যার
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রস্তুতি ক্যাম্পে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরচ্যারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন রাম কৃষ্ণ সাহা এবং বন্যা আক্তার।
বন্যা আক্তার কম্পাউন্ড নারী এককে সর্বোচ্চ ১২তম স্থান অর্জন করেছেন, ব্যক্তিগত সেরা স্কোর ৬৯৩। প্রথম স্থানে ভারতের দীপশিখা, ৭০৫ স্কোর নিয়ে। পুরুষদের রিকার্ভ ইভেন্টে ৬২ প্রতিযোগীর মধ্যে রাম কৃষ্ণ ৬৬৮ স্কোর নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছেন। সেরা হয়েছেন ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগে, ৬৮৭ স্কোর নিয়ে।
ব্যক্তিগত সেরা স্কোর করা বন্যা আক্তার বলেন, “আমি আমার পারফরম্যান্সে সন্তুষ্ট। আশা করি আগামিদিনে আরও ভালো কিছু দেখাতে পারব। অনুশীলনে যা করেছি, তা এখানে প্রদর্শন করতে পেরেছি। প্রথম স্কোরিংয়ের সময় বাতাস কিছুটা প্রভাব ফেলেছে, তবে পরে স্থিতিশীল হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবার এই স্কোর করেছি, যা আমার আত্মবিশ্বাস বাড়াবে।”
রাম কৃষ্ণ বলেন, “৬ নম্বরে আসার পর যথেষ্ট ভালো র্যাঙ্কিং পেয়েছি। নক আউট রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা কঠিন, তবে নিজের সেরাটা দিতে পারলে আশা করি ভালো ফলাফল ও মেডেল অর্জন করতে পারব।”
পুরুষদের রিকার্ভে বাংলাদেশের অন্যান্য তিন আরচ্যার হলো মোহাম্মদ রাকিব (৬৪৭ স্কোর, ৩২তম), সাগর ইসলাম (৬৩৯ স্কোর, ৩৮তম) এবং আব্দুর রহমান আলিফ (৬৩৭ স্কোর, ৪১তম)। নক আউটের প্রথম ধাপে চার আরচ্যারই ‘বাই’ পেয়ে সেরা-১৬-তে উঠেছেন। সেরা ২৪ রাউন্ডে রাকিব মুখোমুখি হবেন চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনের সঙ্গে। মোরশেদ আলিফ লড়বেন মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামের বিপক্ষে, আর সাগর লড়বেন ভিয়েতনামের লি কুয়োক ফংয়ের সঙ্গে।
কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের বাকি তিন আরচ্যার কুলসুম আক্তার (৬৮৮ স্কোর, ১৭তম), পুষ্পিতা জামান (৬৮০ স্কোর, ২৪তম) ও মিথিলা আক্তার (৬৬২ স্কোর, ৩২তম) যথাক্রমে ‘বাই’ পেয়ে ১/১৬ রাউন্ডে পৌঁছেছেন। মিথিলা লড়বেন সৌদি আরবের রাঘাদ কাবির বিপক্ষে, কুলসুম মুখোমুখি হবেন ইরানের ফাতেমেহ বাঘেরির সঙ্গে, আর পুষ্পিতার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার পার্ক জং উন। বন্যা আক্তার লড়বেন ইরানের বিতা ওসকই আশেঘজাদেহর সঙ্গে।
পুরুষ দলগত রিকার্ভে বাংলাদেশ খেলবে ভিয়েতনামের বিপক্ষে সেমিফাইনালে উঠার জন্য, আর কম্পাউন্ড নারী দলগত বিভাগে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল