ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
জামায়াতের ইসলাম আর হেফাজতের ইসলাম এক নয়: বাবুনগরী
নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াতের ইসলাম ও হেফাজতের ইসলাম এক নয়। তিনি আরও বলেন, আমরা মদিনার ইসলাম পালন করি, যেখানে জামায়াত মওদুদীর ইসলাম অনুসরণ করে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান আয়োজিত ‘কওমি মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক আলোচনাসভা ও জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাদে অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার দিকে যাচ্ছে। হেফাজত সংশ্লিষ্ট দলগুলোও জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলন করছে। একই সঙ্গে জমিয়ত বিএনপির সঙ্গে জোট করছে এবং হেফাজতের নেতারা সম্প্রতি বিএনপির সঙ্গে বৈঠক করেছেন।
সম্মেলনে জমিয়তের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বাবুনগরী বলেন, অতীতে বহুবার ঐক্যের আহ্বান জানানো হয়েছে, তবে এখনও সেই পরিবেশ তৈরি হয়নি। তিনি পরামর্শ দেন, ইসলাম ও ইসলামের মূলধারা ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়।
তিনি আরো বলেন, দেশের সামনে কঠিন সময় রয়েছে। একদিকে ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের ওপর নানামুখী আঘাত আসছে। বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন চুক্তি তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের জন্য “অশনি সংকেত” হিসেবে বর্ণনা করেন।
বাবুনগরী জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আলা মওদুদীর সমালোচনা করে বলেন, মওদুদীর জীবন সাহাবিদের বিতর্কিত করার কাজে কেটেছে। তিনি বলেন, সাহাবিদের সত্যের মাপকাঠি স্বীকার না করলে কোরআন ও হাদিসও বিতর্কিত হয়ে যাবে। তিনি উল্লেখ করেন, বিশ্বের শীর্ষ উলামাদের ফতোয়ায় স্পষ্ট, জামায়াতের ইসলাম মদিনার ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
হেফাজত আমির আরও বলেন, মওদুদীবাদ কাদিয়ানিদের চেয়ে ভয়ংকর, কারণ কাদিয়ানিবাদ ইসলামের বাইরের ফেতনা, যা সহজে চেনা যায়। কিন্তু মওদুদীবাদ ইসলামের ঘরের ফেতনা, যার ভয়াবহতা অনেকেই ধরতে পারে না।
সম্মেলনের সভাপতিত্ব করেন দাওয়াতুল ইহসানের সভাপতি আল্লামা আবদুল আউয়াল। অনুষ্ঠানে পাকিস্তানের আলেম আল্লামা ইলিয়াস গুম্মান, হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস