ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

বিনিয়োগকারীদের হতাশ করেছে আল-আমীন কেমিক্যাল 

২০২৫ নভেম্বর ০৬ ২১:৩৭:৩৪

বিনিয়োগকারীদের হতাশ করেছে আল-আমীন কেমিক্যাল 

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত আল-আমীন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় লোকসান হয়েছে ১ টাকা ৮১ পয়সা, আগের অর্থবছর শেয়ারপ্রতি আয় ছিল ০২ পয়সা।

সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ২৮ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত