ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১ বিলিয়ন ডলারের সয়াবিন চুক্তি, বিপাকে ভারত

২০২৫ নভেম্বর ০৬ ১৯:৩২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১ বিলিয়ন ডলারের সয়াবিন চুক্তি, বিপাকে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের তিন শীর্ষ শিল্পগোষ্ঠী আগামী এক বছরে যুক্তরাষ্ট্র থেকে এক বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলারের সয়াবিনবীজ আমদানি করবে। এই চুক্তির মাধ্যমে দেশের সয়াবিন আমদানির বাজারে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বিস্তৃত হতে যাচ্ছে।

গত মঙ্গলবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) এবং ইউএস সয়-এর সঙ্গে আগ্রহপত্রে (LOI) সই করে বাংলাদেশের তিন বৃহৎ প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সিটি গ্রুপ ও ডেল্টা অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ।

এই চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানিতে বাংলাদেশের নির্ভরতা বাড়বে, আর অন্যদিকে ভারতের সয়ামিল খাত পড়বে বড় ধরনের চাপে। কারণ বাংলাদেশের সয়াবিন ও সয়ামিল বাজার এত দিন ভারতের অন্যতম প্রধান রফতানি গন্তব্য ছিল।

বুধবার (৫ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানায়, ২০২৪-২৫ তেলবছরে ভারতের সয়ামিল রফতানি আগের বছরের তুলনায় অনেকটাই কমে গেছে। গত অর্থবছরে বাংলাদেশে ভারতের সয়ামিল রফতানি দাঁড়ায় ১.৬৩ লাখ টন, যা আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ কম। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন এই চুক্তি ভারতের রফতানিকারকদের আরও বিপাকে ফেলেছে।

ভারতের সয়াবিন প্রসেসর অ্যাসোসিয়েশন (SOPA)-এর পরিচালক ডি.এন. পাঠক বলেন, “বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র থেকে কমদামে বিশাল পরিমাণ সয়াবিন কিনছে। ফলে আমাদের রফতানি হ্রাস পেয়েছে। বাংলাদেশ যে ১ বিলিয়ন ডলারের সয়াবিন ক্রয়ের চুক্তি করেছে, তার মানে তারা এখন ভারত থেকে আর সয়াবিন নেবে না এটা আমাদের জন্য উদ্বেগজনক।”

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর তথ্য অনুযায়ী, দেশে সয়াবিনবীজ মূলত ব্রাজিল ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়। গত অর্থবছরে ৭৮ কোটি ডলারের ১৭ লাখ ৩৫ হাজার টন সয়াবিন আমদানি করা হয়েছিল। এর মধ্যে ৩৫ কোটি ডলারের সয়াবিন এসেছে যুক্তরাষ্ট্র থেকে, যা এবার আরও বাড়তে পারে বলে ব্যবসায়ীরা আশা করছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত