ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
সপ্তাহের পাঁচ দিনই শেয়ারবাজারে পতন, দিশেহারা বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে (২-৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা পাঁচ কর্মদিবসই পতনের মুখে পড়েছে শেয়ারবাজার। প্রতিটি কর্মদিবসে সূচক নিম্নমুখী ছিল, যার ফলে সপ্তাহজুড়ে সূচকে মোট ১৫৫ পয়েন্ট উবে গেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের অস্থিরতা ও আস্থাহীনতা।
সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে ৭ পয়েন্টে দাঁড়ায়। এরপর সোমবার পতন আরও বাড়ে—সূচক কমে ৫৪ পয়েন্ট। মঙ্গলবার কমে ৪২ পয়েন্ট, বুধবার ৩৩ পয়েন্ট এবং সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার সূচক হারায় প্রায় ১৯ পয়েন্ট। ফলে পুরো সপ্তাহে সূচক কমেছে মোট ১৫৫ পয়েন্ট।
পতনের সঙ্গে সঙ্গে বাজার মূলধনেও এসেছে বড় ধস। সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি ১১ হাজার টাকা। বৃহস্পতিবারের শেষে তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি ৮৯ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহজুড়ে বাজার থেকে উধাও হয়েছে প্রায় ৮ হাজার ৬৩১ কোটি টাকার মূলধন।
তুলনামূলকভাবে দেখা যায়, এক মাস আগেও বাজার অনেকটা শক্ত অবস্থানে ছিল। গত ৫ অক্টোবর ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ৪৪৭ পয়েন্ট এবং বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ২৮ হাজার ৪০৪ কোটি ৮৫ হাজার টাকায়। সেই অবস্থান থেকে এখন পর্যন্ত মূলধন কমেছে প্রায় ৩৭ হাজার কোটি টাকারও বেশি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা, তারল্য সংকট এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণের কারণে বাজারে ধারাবাহিক বিক্রির চাপ তৈরি হয়েছে। ফলে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরতে আরও সময় লাগতে পারে বলে তারা মনে করছেন।
আজ (০৬ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৭.৯৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯.২১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৪০.৬১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০২টির দর বেড়েছে, ২৫১টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৪১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৬৫ কোটি ৭১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৯টির, কমেছে ৯৭টির এবং পরিবর্তন হয়নি ১৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৫৮.৫২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১০৫.৮১ পয়েন্ট কমেছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি