ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

বিশ্লেষণ ক্ষমতাই শেয়ারবাজারে সফলতার চাবিকাঠি

২০২৫ নভেম্বর ০৬ ১৩:০৯:২২

বিশ্লেষণ ক্ষমতাই শেয়ারবাজারে সফলতার চাবিকাঠি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সফলভাবে বিনিয়োগ করতে হলে নিজেদের বিশ্লেষণ ক্ষমতাকে শাণিত করা সবচেয়ে বেশি প্রয়োজন। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই অ্যানালাইসিসের মূল ভিত্তি হলো চাহিদা ও যোগানের ভিত্তিতে মূল্য নির্ধারণ করা। প্রাইস মূভমেন্ট, ভলিউম অব ট্রেডসহ অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়।

বুধবার (০৫ নভেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমী কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী "Basic Technical Analysis" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী দিনে সনদ বিতরণী অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর পরিচালক অধ্যাপক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অবঃ), পিএইচডি এসব কথা বলেন।

ডিএসই পরিচালক বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ করার জন্য শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসই যথেষ্ট নয়; ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসও খুবই গুরুত্বপূর্ণ। তিনি এই দুটি বিশ্লেষণ পদ্ধতিকে পরস্পরভাবে সম্পর্কিত বলে উল্লেখ করেন। টেকনিক্যাল অ্যানালাইসিস বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি সুস্পষ্ট সিগন্যাল বা সংকেত দিয়ে থাকে।

তিনি আরও বলেন, শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক সিদ্ধান্তই একটি শক্তিশালী ও টেকসই শেয়ারবাজার গড়ে তুলতে পারে। তিনি অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান এবং এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

২৬ অক্টোবর থেকে ০৫ নভেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এই চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—টেকনিক্যাল অ্যানালাইসিস প্ল্যাটফর্ম, টেকনিক্যাল ইনডিকেটরস, জিওমেট্রিক্যাল ডিসপ্লে ইন টেকনিক্যাল অ্যানালাইসিস, ট্রেডিং সিস্টেম, মার্কেট অ্যানালাইসিস, রিস্ক টার্মিনোলজিস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র টেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান এবং রিসোর্স পারসন ফিনটেলেক্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর।

প্রশিক্ষণ প্রদান করেন ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এর সিনিয়র পোর্টফোলিও অ্যানালিস্ট, ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট মুস্তফা জাইন উদ্দিন এবং ইউ সি বি স্টক ব্রোকারেজ লিমিটেড এর হেড রিসার্চ অ্যান্ড ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মোঃ হাসিব রেজা, সিএফএ।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত