ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

মালয়েশিয়ায় ব্যাটারি কারখানায় অভিযান, ১৮৪ অবৈধ শ্রমিক আটক

২০২৫ নভেম্বর ০৬ ০৯:৩১:৫৬

মালয়েশিয়ায় ব্যাটারি কারখানায় অভিযান, ১৮৪ অবৈধ শ্রমিক আটক

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার সকালে পরিচালিত এই অভিযানে অভিবাসন আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভিন্ন দেশের শ্রমিকদের গ্রেফতার করা হয়।

রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটককৃতদের মধ্যে ১৬৩ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক। বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।

তিনি আরও জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রায় চার ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়। মোট ২১৯ জন বিদেশি শ্রমিকের কাগজপত্র যাচাইয়ের পর ১৮৪ জনের অনিয়ম ধরা পড়ে।

অভিযান চলাকালে অনেক শ্রমিক বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের আড়ালে ও কারখানার পণ্যের স্তূপের মধ্যে লুকিয়ে পড়লেও শেষ পর্যন্ত সবাইকে আটক করা সম্ভব হয় বলে জানান কর্মকর্তা।

বর্তমানে আটক শ্রমিকদের লেংগেং অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, এই অভিযান ছিল মালয়েশিয়ার শ্রমবাজারে অননুমোদিত বিদেশি কর্মীদের সংখ্যা কমানোর লক্ষ্যে চলমান তৎপরতার অংশ।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত