ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

সরকার ফারাবী
সরকার ফারাবী

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ০৫ ১৫:১৭:০৬

শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

সরকার ফারাবী: বৃত্তির আবেদন করতে পারবেন তিন বিভাগ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা। বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ থাকতে হবে ৩.৫০, আর সিটি করপোরেশনের বাইরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.০০ হতে হবে।

শিক্ষার স্তর হিসেবে স্নাতক পর্যায় থেকে শুরু করে চার বছর মেয়াদি কোর্স পর্যন্ত বৃত্তি কার্যকর থাকবে। নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে মাসিক বৃত্তি পাবেন, পাশাপাশি ৫,০০০ টাকা বার্ষিক অনুদান দেওয়া হবে পাঠ্য উপকরণের জন্য।

আবেদন ও ফলাফল প্রকাশ

আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৫

ফলাফল প্রকাশের তারিখ: ১৫ নভেম্বর ২০২৫

আবেদন করতে এখানে ক্লিক করুন।

ফলাফল সেবা ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিশেষ শর্ত

যেসব শিক্ষার্থী বর্তমানে অন্য কোনো উৎস থেকে (সরকারি বৃত্তি ব্যতীত) আর্থিক সহায়তা পাচ্ছেন, তারা এই বৃত্তির আওতায় আবেদন করতে পারবেন না।

এছাড়া মোট বৃত্তির ৯০ শতাংশ গ্রামীণ বা অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে এবং ৫০ শতাংশ বৃত্তি ছাত্রীদের প্রদান করা হবে।

সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে উচ্চশিক্ষায় মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, যাতে তারা স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত