ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ডোমিনেজ স্টিলের এক কারখানা চালু, অন্যটি বন্ধ

২০২৫ নভেম্বর ০৫ ১৪:১৪:৪৯

ডোমিনেজ স্টিলের এক কারখানা চালু, অন্যটি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের দুটি কারখানায় কার্যক্রম পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর একটি দল ৩ ও ৪ নভেম্বর যথাক্রমে সাভারের আশুলিয়া এবং নরসিংদীর পলাশে অবস্থিত কোম্পানির দুটি কারখানা পরিদর্শন করে আজ বুধবার (৫ নভেম্বর) বিনিয়োগকারীদের জানিয়েছে।

ডিএসইর পরিদর্শন প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানির আশুলিয়া ইউনিটে উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। তবে পলাশ ইউনিটটি বন্ধ পাওয়া গেছে, যেখানে বর্তমানে কোনো কার্যক্রম চলছে না।

বাজার বিশ্লেষকরা বলছেন, কোম্পানির একটি ইউনিট সচল থাকায় এটি ইতিবাচক দিক হলেও অন্য ইউনিট বন্ধ থাকা কোম্পানির উৎপাদন ও আয়ের ধারাবাহিকতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা মনে করেন, উৎপাদন কার্যক্রম পুনরায় স্বাভাবিক করতে কোম্পানির দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

এদিকে বিনিয়োগকারীদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ কোম্পানির সক্রিয় ইউনিট দেখে আশাবাদী হলেও, অন্যরা বন্ধ ইউনিটের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটি প্রিফ্যাব্রিকেটেড স্টিল স্ট্রাকচার উৎপাদন ও স্থাপনের কাজ করে থাকে।

৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডমিনেজ স্টিল কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০.৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে । আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০৫ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৩ পয়সা। আগের বছর কোম্পানিটি ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত