ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
ডিভিডেন্ড ঘোষণার পর মনোস্পুলের শেয়ারে বড় লাফ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ খাতের কোম্পানি মনোস্পুল বাংলাদেশ-এর শেয়ার দর ২০২৪-২৫ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার পর ৩০ শতাংশেরও বেশি বেড়েছে। সাধারণত, সার্কিট ব্রেকার সীমার কারণে কোনো তালিকাভুক্ত কোম্পানির শেয়ার দর একদিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে, ডিভিডেন্ড ঘোষণার মতো বার্ষিক কর্পোরেট ঘোষণার দিনে সার্কিট ব্রেকারের এই সীমা কার্যকর থাকে না। এই সুযোগে রোববার (০২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার দর ৩০.৪৭ শতাংশ বা ৩০ টাকা ৯০ পয়সা বেড়ে ১৩২ টাকা ৩০ পয়সা হয়েছে।
মনোস্পুল বাংলাদেশ ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের সুপারিশ করেছে। ডিএসইতে দিনভর মনোস্পুলের শেয়ার ১০১ টাকা ৪০ পয়সা শুরু হলেও ১১০ টাকা থেকে ৩০৫ টাকা ৬০ পয়সার মধ্যে লেনদেন হয়েছে। কোম্পানিটির ২৬ লাখ ৯৪ হাজার শেয়ার ৩৩ কোটি ৩ লাখ টাকায় লেনদেন হয়েছে।
রোববার কোম্পানিটির প্রকাশিত তথ্যে জানা গেছে, তাদের মুনাফা ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) পূর্ববর্তী অর্থবছরের ২ টাকা ৯৮ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ৭৬ পয়সায় উন্নীত হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, এই ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের অর্থ বিএমআরই (ভারসাম্য, আধুনিকায়ন, পুনর্বাসন ও সম্প্রসারণ) কার্যক্রম এবং ওয়ার্কিং ক্যাপিটাল বা পরিচালন মূলধন খাতে ব্যবহার করা হবে। এই স্টক ডিভিডেন্ডটি সম্পূর্ণভাবে কোম্পানির পুঞ্জীভূত মুনাফা বা রিটেইনড আর্নিংস থেকে দেওয়া হবে।
পরিচালনা পর্ষদ নিশ্চিত করেছে যে, মূলধন বা রিভ্যালুয়েশন রিজার্ভ, অবাস্তবায়িত লাভ, বা পরিশোধিত মূলধন হ্রাস করে মুনাফা বিতরণ করা হচ্ছে না। অর্থাৎ, ডিভিডেন্ড ঘোষণার কারণে কোম্পানির রিটেইনড আর্নিংসের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
উল্লেখ্য, মনোস্পুল বাংলাদেশ গত ১৫ সেপ্টেম্বর জানিয়েছিল যে, তারা ব্যালেন্স শিট থেকে হট স্ট্যাম্পিং মেশিন, ইঙ্কজেট লিথো মেশিন, মিয়াকোশি এ৪ কাটিং মেশিন এবং একটি ৬টিপিএইচ স্টিম গ্রিন বয়লার সংগ্রহের অনুমোদন দিয়েছে। এই অধিগ্রহণগুলো উৎপাদন দক্ষতা ও মুদ্রণ ক্ষমতা বৃদ্ধি করে রাজস্ব ও মুনাফাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলে বোর্ড মনে করে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: ১ম ওয়ানডে,খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে