ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

কোহিনূর কেমিক্যালের মুনাফা ও বিক্রিতে বড় লাফ

২০২৫ নভেম্বর ০২ ১৯:০২:৩৯

কোহিনূর কেমিক্যালের মুনাফা ও বিক্রিতে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড (কেসিবিএল) জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিক্রি বৃদ্ধিজনিত কারণে উচ্চ মুনাফা অর্জন করেছে বলে তাদের আর্থিক প্রতিবেদনে জানিয়েছে। দ্রুত বিক্রেয় ভোক্তা সামগ্রীর এই স্থানীয় কোম্পানিটির নীট মুনাফা আলোচ্য প্রান্তিকেকে ৩৩ শতাংশ বেড়ে ১৬ কোটি ৭০ লাখ টাকায় দাঁড়িয়েছে। এর বিপরীতে, নীট বিক্রয় থেকে কোম্পানির রাজস্ব আয় ১১ শতাংশ বেড়ে ১৭৬ কোটি ৫৫ লাখ টাকা হয়েছে।

কোম্পানিটির আর্থিক বিবরণী অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর ২০২৫ সময়ের জন্য তাদের শেয়ারপ্রতি হালনাগাদকৃত আয় (ডাইলুটেড ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সা, যা পূর্ববর্তী বছর অর্থাৎ ২০২৪ সালের একই সময়ে ছিল ৩ টাকা ০৭ পয়সা।

যদিও কোম্পানিটির শেয়ারপ্রতি নীট পরিচালন ক্যাশ ফ্লো হ্রাস পেয়েছে। কোম্পানি এই হ্রাসের কারণ হিসেবে ইনভেন্টরি বৃদ্ধিকে দায়ী করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যমতে, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত কোহিনূর কেমিক্যালের মোট শেয়ারের ৫০.৫৭ শতাংশ স্পন্সর ও পরিচালকদের কাছে রয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৫.৪৩ শতাংশ শেয়ার এবং বাকি অংশ ধারণ করেছেন প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীরা।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত