ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

ঋণের মন্দা সত্ত্বেও শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা

আবু তাহের নয়ন
আবু তাহের নয়ন

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ০১ ০০:০৬:৩৫

ঋণের মন্দা সত্ত্বেও শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা

আবু তাহের নয়ন: চলতি বছরে চরম অস্থির শেয়ারবাজার, কমে যাওয়া ঋণ চাহিদা এবং খেলাপি ঋণের উল্লম্ফন সত্ত্বেও ছয়টি বাণিজ্যিক ব্যাংক ব্যতিক্রমী আর্থিক পারফরম্যান্স দেখিয়েছে। ট্রেজারি বিল ও বন্ড থেকে আসা শক্তিশালী মুনাফার ওপর ভর করে এই ব্যাংকগুলো ২০২৪ সালের পুরো বছরের মুনাফাকে এই বছরের প্রথম ৯ মাসেই (জানুয়ারি-সেপ্টেম্বর) ছাড়িয়ে গেছে। এই ছয়টি ব্যাংক হলো—ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়ার, শাহজালাল ইসলামী ব্যাংক এবং ঢাকা ব্যাংক। তাদের এই পারফরম্যান্স দেশের বৃহত্তম শরিয়াহ-ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের ক্রমাগত সর্বোচ্চ মুনাফা বৃদ্ধির চিরায়ত ধারাকে ভেঙে দিয়েছে। এই সময়ে ইসলামী ব্যাংকের মুনাফা গত বছরের একই সময়ের ১০৮ কোটি টাকা থেকে কমে ৯৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ট্রেজারি বিল এবং বন্ডে বিনিয়োগের মাধ্যমে এই ব্যাংকগুলোর মুনাফা বাড়লেও, ব্যাংকিং ব্যবসার মূল উৎস—ঋণ বিতরণ থেকে তাদের নিট সুদের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। সম্মিলিতভাবে এই ছয়টি ব্যাংক বিনিয়োগ থেকে ৭ হাজার ৪১১ কোটি টাকা আয় করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। এই আয়ের বেশিরভাগই এসেছে ট্রেজারি বন্ড থেকে। কিন্তু তাদের নিট সুদের আয় ৩৩ শতাংশ কমে ২ হাজার ৫৪৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক শাহ মো. আহসান হাবিব মনে করেন, ব্যাংকিং বাজার খুবই অসম, তাই মুনাফায় বিশাল তারতম্য দেখা যায়। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি খারাপ হয়েছে এবং দুর্বল ব্যাংকগুলো থেকে আমানত সু-পরিচালিত ব্যাংকগুলোর দিকে স্থানান্তরিত হয়েছে। তবে সামগ্রিকভাবে ব্যবসার পরিবেশ এখনও অনিশ্চিত। উদ্যোক্তারা কারখানা বন্ধ করায় ঋণের সামগ্রিক চাহিদা কমেছে। ফলে ব্যাংকগুলো ঋণ বিতরণে সতর্ক হয়ে ট্রেজারি বন্ডের দিকে ঝুঁকছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল মাত্র ৬.৩৫ শতাংশ, যা দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।

অধ্যাপক হাবিব আরও বলেন, "যদিও ব্যাংকগুলো ট্রেজারি বিনিয়োগ থেকে আয় করছে, আমরা আশা করি তারা জিডিপি বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য ঋণ বিতরণ এবং শিল্পকে সমর্থন করবে।"

শীর্ষ পারফর্মারদের মধ্যে ব্র্যাক ব্যাংক চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ১ হাজার ৫৩৬ কোটি টাকা মুনাফা করেছে, যা ২০২৪ পুরো বছরের ১ হজাার ৪৩২ কোটি টাকা মুনাফাকে ছাড়িয়ে গেছে। ব্যাংকটি শক্তিশালী বিনিয়োগ আয় এবং আমানত সংগ্রহের মাধ্যমে এই বৃদ্ধি অর্জন করেছে। পূবালী ব্যাংক মুনাফা করেছে ৯০০ কোটি টাকা। ২০২৪ সালে পুরো বছরে মুনাফা ছিল ৭৬২ কোটি টাকা। যমুনা ব্যাংক ৪১৬ কোটি টাকা (২০২৪ সালে ২৭৯ কোটি) এবং ব্যাংক এশিয়ার ৩৫১ কোটি টাকা (২০২৪ সালে ২৭৭ কোটি) মুনাফা রেকর্ড করেছে। শাহজালাল ইসলামী ব্যাংক উচ্চ বিনিয়োগ রিটার্ন এবং স্থিতিশীল পরিচালন ব্যয়ের কারণে ৩৮৯ কোটি টাকা (২০২৪ সালে ১৬৯ কোটি) মুনাফা করেছে। অন্যদিকে, ঢাকা ১৪০ কোটি টাকা (২০২৪ সালে ১২৭ কোটি) মুনাফা অর্জন করেছে।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক টেকসই হিসেবে চিহ্নিত অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংক ২৯ শতাংশ মুনাফা বৃদ্ধি করে ৫৮৪ কোটি টাকা এবং সিটি ব্যাংক ৭২২ কোটি টাকা মুনাফা করেছে, যদিও তারা এখনো তাদের পুরো বছরের মুনাফাকে ছাড়িয়ে যেতে পারেনি।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত