ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

'নিলাম হচ্ছে ফু-ওয়াং ফুডসের অফিস'-এর খবরে তোলপাড়!

আবু তাহের নয়ন
আবু তাহের নয়ন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ২৮ ১৬:৫০:২৭

'নিলাম হচ্ছে ফু-ওয়াং ফুডসের অফিস'-এর খবরে তোলপাড়!

আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেড-কে নিয়ে সম্প্রতি একটি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালে প্রকাশিত একটি খবরকে কেন্দ্র করে শেয়ারবাজারে তৈরি হওয়া জল্পনার জবাব দিয়েছে কোম্পানিটি। খবরটির শিরোনাম ছিল— ফু-ওয়াং ফুডসের অফিস নিলাম হচ্ছে।

এই খবরটি প্রকাশিত হওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত ২৩ অক্টোবর কোম্পানিটির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায়। এরই প্রেক্ষিতে, ফু-ওয়াং ফুডস কর্তৃপক্ষ ২৭ অক্টোবর ডিএসই বরাবর তাদের আনুষ্ঠানিক বক্তব্য জমা দিয়েছে।

কোম্পানিটি তাদের চিঠিতে নিলাম নোটিশের বিষয়টি স্বীকার করেছে এবং ঋণ পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে, যা নিম্নরূপ:

গত ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে 'দেশরূপান্তর ডট কম' ওয়েবসাইটে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে ডিএসই কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছিল। আজ (২৮ অক্টোবর ২০২৫) প্রকাশিত চিঠিতে কোম্পানিটি জানায়:

১. নিলাম নোটিশের সত্যতা স্বীকার: কোম্পানিটি নিশ্চিত করেছে যে, ঢাকা ব্যাংক থেকে নেওয়া ঋণের বিপরীতে তাদের প্রধান কার্যালয় নিলামে ডাকার বিষয়ে 'দেশরূপান্তর ডট কম' ওয়েবসাইটে একটি খবর প্রকাশিত হয়েছে । চিঠিতে নিলামের নোটিশে উল্লিখিত অর্থের পরিমাণ এবং অন্যান্য সংখ্যাগত বিষয়গুলো কোম্পানি কর্তৃপক্ষ স্বীকার করেছে ।

২. ঋণ নিষ্পত্তির উদ্যোগ: ফু-ওয়াং ফুডস কর্তৃপক্ষ এই ঋণ পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। কোম্পানিটি ঢাকা ব্যাংক-এর কর্মকর্তাদের সাথে ঋণের বর্তমান অবস্থা নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি প্রশমিত করার চেষ্টা করছে ।

৩. আইনি পদক্ষেপ ও দ্রুত সমাধানের আশা: একই সাথে, কোম্পানিটি তাদের ঋণের বিষয়টি বিবেচনা করার জন্য একটি রিট পিটিশন দায়েরের দিকে এগোচ্ছে। কোম্পানি কর্তৃপক্ষ দৃঢ়ভাবে আশা প্রকাশ করেছে যে, এই পদক্ষেপগুলোর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে ব্যাংকটির সাথে ঋণ সংক্রান্ত সমস্যাটির নিষ্পত্তি করা সম্ভব হবে ।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত