ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে রাজি হামাস

২০২৫ অক্টোবর ২৫ ১৪:৫২:০৮

গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে রাজি হামাস

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে গাজা উপত্যকার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। সম্প্রতি কায়রোতে মিসরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর হামাসের নেতারা এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন।

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে হামাসের হাইকমান্ড জানিয়েছে, আমরা গাজা উপত্যকার প্রশাসনিক ক্ষমতা প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে হস্তান্তরে রাজি আছি। আমরা আশা করি, এই সরকার গাজার প্রশাসন কার্যকরভাবে পরিচালনা করবে, ফিলিস্তিনি বাসিন্দাদের প্রয়োজনীয় পরিষেবা দেবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব দেশগুলোর সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।

গাজায় যুদ্ধবিরতি এবং পুনর্গঠনের জন্য গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ২০টি পয়েন্টের একটি পরিকল্পনা উপস্থাপন করেন। ইসরায়েল ও হামাস উভয়ই ওই পরিকল্পনায় সম্মত হয়। ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে গাজায় আটক ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে, ত্রাণ প্রবেশ বাধামুক্ত করা হবে এবং শেষ পর্যায়ে গাজায় একটি নিরপেক্ষ, অরাজনৈতিক ও অসামরিক সরকার গঠন করা হবে—যাকে টেকনোক্র্যাট সরকার বলা হচ্ছে।

এর আগে হামাসের নেতারা টেকনোক্র্যাট সরকারের অংশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সরকারের নিরাপত্তা বিভাগের দায়িত্ব নিতে চেয়েছিলেন। তবে মিসরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তারা সেই অবস্থান থেকে সরে এসেছে।

হামাস-মিসর সম্পর্ক গভীর। হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু থেকে মিসর, যুক্তরাষ্ট্র ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। হামাস সম্প্রতি তাদের রাজনৈতিক প্রতিপক্ষ ফাতাহ-এর নেতাদের সঙ্গেও বৈঠক করেছে। বৈঠক শেষে হাইকমান্ড জানিয়েছে, তাদের লক্ষ্য স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, এবং সেই লক্ষ্যে ফিলিস্তিনি সক্রিয় সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালানো হবে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত