ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

অনলাইনে গ্রামীণফোনের মুনাফা প্রকাশ, বিনিয়োগকারীদের প্রশ্নোত্তরের সুযোগ

২০২৫ অক্টোবর ২০ ১৫:০৫:০০

অনলাইনে গ্রামীণফোনের মুনাফা প্রকাশ, বিনিয়োগকারীদের প্রশ্নোত্তরের সুযোগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের অন্যতম বৃহৎ মূলধনী কোম্পানি গ্রামীণফোন লিমিটেড তাদের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) -এর আর্থিক ফলাফল নিয়ে একটি অনলাইন কনফারেন্সের আয়োজন করবে। কোম্পানিটির অনলাইনে আয়োজিত কনফারেন্সে যোগ দিয়ে বিনিয়োগকারীরা প্রশ্ন করার সুযোগ পাবেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ অক্টোবর দুপুর ১:০০ টায় এই কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে একটি লাইভ ওয়েবকাস্টের মাধ্যমে, ফলে সারা বিশ্বের বিনিয়োগকারীরা ঘরে বসেই এতে অংশ নিতে পারবেন।

কনফারেন্সে যোগ দিতে আগ্রহী বিনিয়োগকারীদের যুক্ত হওয়ার জন্য নিচের লিঙ্কে ভিজিট করতে হবে: https://gpworld.co/Earnings-Call-Q3-2025

প্রশ্ন-উত্তর পর্বের জন্য রেজিস্ট্রেশন: Q&A সেশনে অংশগ্রহণের জন্য নাম এবং ইমেইল ঠিকানা [email protected] ঠিকানায় পাঠাতে হবে।

গ্রামীণফোনের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ শেয়ারবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর ওপর ভিত্তি করে বাজারের গতিবিধি ও টেলিযোগাযোগ খাতের ভবিষ্যতের চিত্র বোঝা যায়। ২৮ অক্টোবরের এই সম্মেলন তাই বিনিয়োগকারী মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত