ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

কেমন হবে ভবিষ্যতের ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’?

২০২৫ অক্টোবর ১৫ ১৯:৩৫:৫০

কেমন হবে ভবিষ্যতের ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’?

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ' নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) ছয় হাজারেরও বেশি মতামত পেয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাবিদ এবং সাধারণ নাগরিকদের কাছ থেকে পাওয়া এসব মতামতের মধ্যে গঠনমূলক পরামর্শের পাশাপাশি কিছু উদ্বেগও উঠে এসেছে।

বুধবার (১৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে কার্যকর পদক্ষেপ হিসেবে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অধ্যাদেশের খসড়া প্রণয়ন করে মাউশি বিভাগে পাঠানোর পর সর্বসাধারণের মতামত আহ্বান করা হয়েছিল।

মন্ত্রণালয় উল্লেখ করেছে, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় এই উদ্যোগের গুরুত্ব এবং সংশ্লিষ্ট অংশীজনদের বহুমাত্রিকতা বিবেচনা করে অধ্যাদেশের খসড়া চূড়ান্তকরণের কাজ অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে ও বিধিবদ্ধ প্রক্রিয়া মেনে করা হচ্ছে। এতে কিছুটা সময় লাগলেও, সর্বমহলে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রাপ্ত মতামত পর্যালোচনা ও বিশ্লেষণের ধারাবাহিকতায় শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এসব সভা থেকে অধ্যাদেশের চূড়ান্ত খসড়ায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে বলে মন্ত্রণালয় প্রত্যাশা করছে।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই প্রক্রিয়ায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের পদ সংরক্ষণ, কলেজগুলোর স্বাতন্ত্র্য বজায় রাখা, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা বিষয়ে মন্ত্রণালয় সম্পূর্ণ সচেতন ও সংবেদনশীল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সকল অংশীজনের ন্যায্য স্বার্থ রক্ষা এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে একটি ইতিবাচক একাডেমিক পরিবেশ সৃষ্টিতে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করছে। মন্ত্রণালয় ব্যক্তিগত ধারণা বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি না ছড়াতে এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত