ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

ধারাবাহিক দরপতনেও বাজার নিয়ে আশাবাদী বিনিয়োগকারীরা

২০২৫ অক্টোবর ০৯ ১৮:৩৩:২৮

ধারাবাহিক দরপতনেও বাজার নিয়ে আশাবাদী বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে শুরুতে সূচক বাড়লেও পরবর্তী ৪ কার্যদিবসে ধারাবাহিক দরপতন হয়েছে শেয়ারবাজারে। একই সময়ে বাজার মূলধন কমেছে ১১ হাজার ২৭৮ কোটি টাকার। বাজারের এমন নেতিবাচক পরিস্থিতিতেও আগামী সপ্তাহে ঘুরে দাঁড়ানোর আশা করছেন বিনিয়োগকারীরা।

বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে সূচকের উঠানামা থাকাটাই স্বাভাবিক। কখনো একটানা উত্থান আবার একটানা পতন হবেই। সূচক বাড়লেই কমবে, তেমনি কমলেই বাড়বে। যেহেতু এই সপ্তাহে টানা দরপতন ঘটেছে, তাই আগামী সপ্তাহে টানা উত্থান হওয়ার সম্ভাবনা। যে কারণে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করায় সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। এর আগেও শেয়ারবাজারে এমন ঘটনা ঘটেছে। তাছাড়া, চলতি মাসেই কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণার জোয়ার দেখা দেবে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (০৯ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে দুপুর ১২টা পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর সোয়া ১২টার পর থেকেই সূচকের একটানা পতন হতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। একই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেন।

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৩.৭১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৪.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৪.২৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৩.০৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭২টির দর বেড়েছে, ২৯২টির দর কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৫৩০ কোটি ৮৭১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৬১১ কোটি ৮৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৮১ কোটি ৬৯ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৪০টির এবং পরিবর্তন হয়নি ২১টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৬.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৩৯.৬৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫৩.৩৬ পয়েন্ট কমেছিল।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত