ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

পতনেও ব্যাতিক্রম ৪ কোম্পানির শেয়ার

২০২৫ অক্টোবর ০৮ ১৯:০৯:৫৬

পতনেও ব্যাতিক্রম ৪ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সূচকের উত্থানে সপ্তাহ শুরু হলেও গত ৩ কার্যদিবস ধরেই ধারাবাহিকভাবে পতন হচ্ছে। এতে সূচকের পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমছে। গত দিনের মত আজও (০৮ অক্টোবর) পতন হয়েছে এবং লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। এদিন প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ৩৯.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৭.৮৬ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২২১টির দর কমেছে। কিন্তু এর মধ্যেও ব্যাতিক্রম ছিল ৪ কোম্পানির শেয়ার। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৪টি হলো- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, নূরানী ডাইং এবং ফাস ফাইন্যান্স। আজ এই ৪ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদা ছিল। এক পর্যায়ে কোম্পানিগুলোর শেয়ার বিক্রিতা সঙ্কটে হল্টেড হয়ে যায়।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪৭ টাকা ৭০ পয়সা থেকে ৫২ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১৫ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে বিডি ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৬০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৪০ পয়সা থেকে ১৪ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ২ কোটি ৯৪ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে নূরানী ডাইংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে আজ ডিএসইতে ফাস ফাইন্যান্সের শেয়ার দর ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা থেকে ১ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ২ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত