ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

শেয়ারবাজারে নতুন নামে দুই কোম্পানির যাত্রা

২০২৫ অক্টোবর ০৮ ১৫:০৮:৫৫

শেয়ারবাজারে নতুন নামে দুই কোম্পানির যাত্রা

হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান ফিড লিমিটেড এবং আমান কটন ফাইবার্স লিমিটেড নতুন নাম নিয়ে লেনদেন শুরু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিগুলোর নাম সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আমান ফিড লিমিটেড কোম্পানিটি নতুনভাবে ‘আমান ফিড পিএলসি’ নামে শেয়ারবাজারে লেনদেন করবে। কোম্পানির অন্যান্য তথ্য ও কার্যক্রম অপরিবর্তিত থাকবে। নতুন নামের অধীনে লেনদেন আগামী ০৯ অক্টোবর থেকে শুরু হবে।

একইভাবে, আমান কটন ফাইবার্স লিমিটেড কোম্পানিটি নতুনভাবে ‘আমান কটন ফাইবার্স পিএলসি’ নামে লেনদেন করবে। এখানেও নাম পরিবর্তন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় একই থাকবে এবং লেনদেনের নতুন নামের অধীনে শুরু হবে ০৯ অক্টোবর থেকে।

বাজার বিশ্লেষকরা বলছেন, কোম্পানির নাম সংশোধন মূলত আন্তর্জাতিক ও প্রফেশনাল মানদণ্ড অনুসারে করা হয়েছে। নতুন নামের সঙ্গে কোম্পানি একটি আধুনিক ও পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখতে পারবে।

এই ধরনের নাম পরিবর্তন সাধারণত কোম্পানির ব্র্যান্ড ও কর্পোরেট পরিচয়কে আরও শক্তিশালী করার একটি পদক্ষেপ হিসেবে ধরা হয়। উভয় কোম্পানির ক্ষেত্রে নাম পরিবর্তনের মাধ্যমে আন্তর্জাতিক ও স্থানীয় বিনিয়োগকারীদের কাছে প্রতিষ্ঠানটি আরও স্বচ্ছ ও আধুনিকভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত