ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

চিঠির জবাব নেই, তবু ছুটছে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার

২০২৫ অক্টোবর ০৬ ২১:৩৫:৩৫

চিঠির জবাব নেই, তবু ছুটছে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের এসএমই বোর্ডে তালিকাভুক্ত স্টার এডহেসিভ লিমিটেড-এর শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়ে বিনিয়োগকারীদের দৃষ্টি কাড়ছে। তবে এই অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ অনুসন্ধানে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিকে চিঠি দিলেও সপ্তাহ পার হয়ে গেলেও এখনো কোনো জবাব দেয়নি প্রতিষ্ঠানটি।

ডিএসইর ওয়েবসাইটে সোমবার (০৬ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর স্টার এডহেসিভকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোম্পানিটি সেই চিঠির কোনো জবাব দেয়নি। বাজারসংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের নীরবতা বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটির শেয়ারদর নিয়ে সন্দেহ ও অনিশ্চয়তা তৈরি করছে।

গত কয়েক সপ্তাহের বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২৪ আগস্ট থেকে ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী কোম্পানিটির শেয়ারদর। ওইদিন প্রতি শেয়ার ছিল ৬১ টাকা ৭০ পয়সা। মাত্র এক মাসের মধ্যে, অর্থাৎ ২৯ সেপ্টেম্বর পর্যন্ত, সেটি বেড়ে দাঁড়ায় ৮৮ টাকা ৬০ পয়সায়— যা ২৬ টাকা ৯০ পয়সা বা প্রায় ৪৩ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি। এমন অস্বাভাবিক বৃদ্ধি বাজারে প্রশ্ন তুলেছে, শেয়ারদরের পেছনে কোনো কারসাজি বা ইনসাইডার প্রভাব আছে কিনা।

অস্বাভাবিক দরবৃদ্ধির সময়েই কোম্পানিটির লেনদেনের পরিমাণও বেড়েছে। বিশেষ করে ২৫ সেপ্টেম্বর স্টার এডহেসিভের ৪ লাখ ৭১ হাজারের বেশি শেয়ার হাতবদল হয়, যা কোম্পানিটির গড় লেনদেনের তুলনায় অনেক বেশি।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, ছোট মূলধনী এই কোম্পানির শেয়ারদরের এমন দ্রুত উত্থান বাস্তব আর্থিক ভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা মনে করেন, বিনিয়োগকারীদের উচিত কোম্পানির মৌলিক দিকগুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া, কারণ ডিএসইর অনুসন্ধান চলছে এবং কোম্পানির নীরবতা অস্বস্তিকর ইঙ্গিত বহন করছে।

উল্লেখ্য, স্টার এডহেসিভের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি, যার মধ্যে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫৭ দশমিক ৫০ শতাংশ শেয়ার। অর্থাৎ, শেয়ারদরের অস্বাভাবিক ওঠানামার প্রভাব পড়ছে সাধারণ বিনিয়োগকারীদের ওপরই সবচেয়ে বেশি।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত