ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

শেয়ারবাজার উন্নয়নে দুর্নীতি-রাজনীতি বড় বাধা: ডিএসই পরিচালক

২০২৫ অক্টোবর ০৪ ১৯:১৯:১৮

শেয়ারবাজার উন্নয়নে দুর্নীতি-রাজনীতি বড় বাধা: ডিএসই পরিচালক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজার আগামী দশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার সক্ষমতা রাখে। এমন মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর পরিচালক মিনহাজ মান্নান ইমন। তিনি বলেন, যদিও সম্ভাবনা রয়েছে, তবে রাজনৈতিক হস্তক্ষেপ, দুর্নীতি এবং অযোগ্য নেতৃত্ব বড় চ্যালেঞ্জ হিসেবে দাড়িয়েছে।

‘জাগো নিউজ’ আয়োজিত ‘শেয়ারবাজারে বিনিয়োগ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “বাংলাদেশের শেয়ারবাজারের ভবিষ্যৎ নির্ভর করছে সঠিক নেতৃত্ব, স্বচ্ছ কমিশন কাঠামো ও যোগ্য লোকদের ওপর। কিন্তু প্রতিটি ধাপে বিনিয়োগকারীরা হয়রানির শিকার হচ্ছে—এই অবস্থা চলতে থাকলে শেয়ারবাজার কখনোই এগোবে না।”

ডিএসই পরিচালক তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, “যাকে আমরা তিনবার কমিশনে এনেছি, সে-ই শেয়ারবাজার ধ্বংসের মূল কারিগর। দুর্নীতিকে সে শিল্পে রূপ দিয়েছে। বর্তমান কমিশন কিছু ভালো পদক্ষেপ নিয়েছে, তবে রাজনৈতিক সরকার এলে তা ধরে রাখা সম্ভব হবে কি না, এ নিয়ে সন্দেহ আছে।”

তিনি আরও উল্লেখ করেন, কমপক্ষে ৫০০ কোম্পানি তালিকাভুক্ত হওয়ার মতো যোগ্যতা রাখলেও, তারা আসতে চায় না। কারণ সিস্টেম জটিল এবং বিনিয়োগকারীদের বিশ্বাসযোগ্যতা কম। আইপিও নীতিমালা সংস্কার জরুরি, শুধুই লাভ দেখানো নয়, ভবিষ্যৎ সম্ভাবনা যাচাইয়ের ব্যবস্থাও দরকার।

ডিএসই পরিচালক বলেন, “নিয়ন্ত্রক সংস্থায় সৎ ও প্রাসঙ্গিক মানুষ না আনলে শেয়ারবাজার কখনো মূলধারায় ঢুকবে না। রাজনৈতিক সরকার এলে শেয়ারবাজারে পরিবর্তনের সম্ভাবনা কমে যায়, বরং দুর্নীতিগ্রস্ত পুরনো চক্রই আবার ফিরে আসে।”

শেষে তিনি সমালোচনামূলক মন্তব্যে বলেন, “শেয়ারবাজারকে যদি অর্থনীতির রক্তনালী ভাবতাম, তাহলে এভাবে অবহেলা করতাম না।”

সালাউদ্দিন/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত