ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

ফেসভ্যালুর নিচে টানা ১২ দিন, তারপর রিভার্স গিয়ারে উল্টো দৌড়

২০২৫ অক্টোবর ০৪ ১৯:০১:১৫

ফেসভ্যালুর নিচে টানা ১২ দিন, তারপর রিভার্স গিয়ারে উল্টো দৌড়

নিজস্ব প্রতিবেদক : টানা দর কমে ফেসভ্যালুর নিচে নেমে এসেছিল শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিলের শেয়ারদর। একটানা ১২ দিন ফ্যাসভ্যালুর নিচে থাকার পর কোম্পানিটির শেয়ার দর আবারও বাড়তে শুরু করেছে। গত সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস থেকেই কোম্পানিটির শেয়ার দর বাড়তে শুরু করে এবং ওইদিনই ফ্যাসভ্যালু অতিক্রম করে। যার ধারাবাহিকতায় তৃতীয় কার্যদিবসে সর্বশেষ ১১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে কোম্পানিটির শেয়ার।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিটির শেয়ার দর গত সপ্তাহে ১ টাকা ৬০ পয়সা বা ১৬.১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দশম স্থানে উঠে এসেছে। গত সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ৮৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা ও ৯৩ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৯ কোটি ৯৮ লাখ টাকা।

কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৩২৪টি। যার মধ্যে ৩০.৪০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭.০৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.১১ শতাংশ বিদেশি এবং ৬২.৪৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তবে গত দুই বছর কোনো ডিভিডেন্ড দেয়নি। এক সময়ে কোম্পানিটির শেয়ার ছিল বড় বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণে, কিন্তু এখন সেই প্রভাবও নেই এবং বড় নিয়ন্ত্রকও আর কোম্পানিতে নেই।

কোম্পানিটি সর্বশেষ জুলাই-সেপ্টেম্বর’২৪ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৪ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৯ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েচে ১ পয়সা। আগের বছর একই সময় ছিল ১০ পয়সা।

এছাড়া, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৮৩ পয়সা।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত