ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

শেয়ারবাজারে ১১ খাতের লেনদেনে চাঙ্গাভাব

২০২৫ অক্টোবর ০৪ ১৬:৫০:৫৫

শেয়ারবাজারে ১১ খাতের লেনদেনে চাঙ্গাভাব

নিজস্ব প্রতিবেদক : দূর্গ পুজা উপলক্ষে বিদায়ী সপ্তাহের শেষ দুইদিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। যে কারণে আলোচ্য সপ্তাহে মাত্র ৩ কার্যদিবস লেনদেন হয়েছে। এই তিন দিনে (২৮-৩০ সেপ্টেম্বর) লেনদেন বেড়েছে ১১ খাতে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

খাতগুলো হলো- চামড়া, কর্পোরেট বন্ড, পাট, কাগজ ও প্রকাশনা, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি, প্রকৌশল, সেবা ও আবাসন, সিমেন্ট ও বিবিধি।

খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে চামড়া খাতে। সপ্তাহজুড়ে খাতটিতে মোট ৩০ কোটি ৬০ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৬৭ শতাংশ। আলোচ্য সময় এ খাতে লেনদেন বেড়েছে ১৯ কোটি ৯৬ লাথ ৫০ হাজার টাকা বা ১৮৩.৯৮ শতাংশ। আর প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে করপোরেট বন্ডে। সপ্তাহজুড়ে এই খাতে লেনদেন হয়েছে ১ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকার, যা মোট লেনদেনের ০.০৬ শতাংশ। আলোচ্য সময়ে খাতটিতে আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৬২ লাখ ৭০ হাজার টাকা বা ১৫০.৮৪ শতাংশ। আর প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৪ লাখ ৮০ হাজার টাকা।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে পাট খাতে। সপ্তাহজুড়ে এই খাতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকার, যা মোট লেনদেনের ০.৮৩ শতাংশ। আলোচ্য সময়ে খাতটিতে আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৭ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা বা ৯৮.৪৩ শতাংশ। আর প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা।

অন্য খাতগুলোর মধ্যে- কাগজ ও প্রকাশনা খাতে ৩৫ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা বা ৬৭.৭৩ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৫০ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা বা ৪৮.৬৯ শতাংশ, ব্যাংক খাতে ৬৬ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা বা ৩৫.২৯ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৩ কোটি ২৫ লাখ ৭০ হাজার টাকা বা ১৭.৯৭ শতাংশ, প্রকৌশল খাতে ১০ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা বা ৭.২৮ শতাংশ, সেবা ও আবাসন খাতে ২ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা বা ৩.২৯ শতাংশ, সিমেন্ট খাতে ৪৫ লাখ ৬০ হাজার টাকা বা ২.৬৪ শতাংশ এবং বিবিধ খাতে ১১ লাখ ১০ হাজার টাকা বা ০.০৯ শতাংশ লেনদেন বেড়েছে।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত