ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

আকর্ষণীয় হতে চাইলে যা করবেন

২০২৫ অক্টোবর ০৩ ০৯:২১:৫০

আকর্ষণীয় হতে চাইলে যা করবেন

নিজস্ব প্রতিবেদক: কিছু মানুষ আছেন, যাদের আলাদা করে নজর কাড়াতে হয় না। তারা যা করেন, যেভাবে কথা বলেন বা আচরণ করেন, সবকিছুতেই একধরনের আকর্ষণ থাকে। তারা নিজে থেকেই একটা ইতিবাচক পরিবেশ তৈরি করে ফেলেন। আশপাশের মানুষ তাদের দেখেই অনুপ্রাণিত হয়, অনুকরণ করতে চায়। আপনি চাইলে কিছু সাধারণ অভ্যাস গড়ে তুলে হয়ে উঠতে পারেন ঠিক এমন একজন। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু অভ্যাস যা আপনাকে অন্যদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে

১. অন্যদের গুরুত্ব দেওয়াকেউ কোনো জায়গায় প্রবেশ করলে তাকে লক্ষ্য করে দাঁড়িয়ে যাওয়া শুধু শিষ্টাচার নয়, এটা জানিয়ে দেয়—তার উপস্থিতি আপনার কাছে গুরুত্বপূর্ণ। এমন ছোট্ট একটি কাজ দিয়েই আপনি কাউকে সম্মানিত করতে পারেন। যেখানে সবাই একে অপরের ভুল ধরতে ব্যস্ত, সেখানে আপনি যদি কারও প্রতি শ্রদ্ধাশীল থাকেন, তাহলেই মানুষ আপনাকে অনুকরণ করতে চাইবে।

২. চিন্তা করে উত্তর দেওয়াজটিল বা গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেওয়ার আগে একটু থেমে ভাবুন। এই ছোট বিরতিটুকু বোঝায় আপনি আত্মনিয়ন্ত্রণ জানেন, আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন। এটা আপনার কথাকে আরও ওজনদার করে তোলে এবং আপনাকে করে তোলবে পরিপক্ব ও বুদ্ধিদীপ্ত একজন ব্যক্তি।

৩. হাতে লেখা কৃতজ্ঞতার বার্তাআজকের ডিজিটাল যুগে সবাই যখন মেসেজ বা ইমেইলে ধন্যবাদ জানায়, সেখানে হাতে লেখা একটি ছোট ‘ধন্যবাদ চিঠি’ আলাদা গুরুত্ব বহন করে। এটি আপনার আন্তরিকতা, কৃতজ্ঞতা এবং সম্পর্কের প্রতি যত্নশীল মনোভাব প্রকাশ করে। ফলে সম্পর্ক আরও গভীর হয়।

৪. আত্মবিশ্বাসী চোখের দৃষ্টিকারও সঙ্গে কথা বলার সময়, বিশেষ করে করমর্দনের সময় চোখে চোখ রেখে কথা বলা আত্মবিশ্বাস, শ্রদ্ধা ও আন্তরিকতার প্রতীক। এই এক অভ্যাস আপনার সম্পর্কে অন্যদের ধারণা বদলে দিতে পারে। তারা সহজেই আপনাকে বিশ্বাস করবে এবং আপনাকে পছন্দ করবে।

৫. ফোন ব্যবহারে সৌজন্যতা দেখানোআলাপচারিতার সময় যদি বারবার ফোন হাতে নেন, তাহলে তা বিরক্তির কারণ হতে পারে। কিন্তু প্রয়োজনে ফোন ব্যবহার করার আগে যদি অনুচিত ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেন, তাহলে তা আপনার বিনয় ও ভদ্রতা প্রকাশ করে। এতে মানুষ বুঝবে আপনি তাদের গুরুত্ব দেন, এবং আপনার সৌজন্যপূর্ণ আচরণে তারা প্রভাবিত হবে।

এই ছোট ছোট অভ্যাসগুলো গড়ে তুলতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই। তবে এগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে একজন প্রভাবশালী, অনুকরণীয় এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত