ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

ব্যবসা সম্প্রসারণে ১০৭ কোটি টাকা বিনিয়োগ করছে এমজেএল

মোবারক হোসেন
মোবারক হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ০২ ১০:২২:৪৩

ব্যবসা সম্প্রসারণে ১০৭ কোটি টাকা বিনিয়োগ করছে এমজেএল

মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের এমজেএল বাংলাদেশ পিএলসি ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে একটি বাণিজ্যিক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্যোগে কোম্পানিটি ইসি হোল্ডিংস লিমিটেডের (ইসিএইচএল) সঙ্গে যৌথ বিনিয়োগ করবে।

৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। কোম্পানির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়েছে।

তথ্য অনুযায়ী, গুলশান এভিনিউয়ে একটি বাণিজ্যিক জমি ক্রয়ের জন্য প্রতিষ্ঠান দুটি মোট ২১৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করবে। এর মধ্যে ৫০ শতাংশ অর্থাৎ ১০৭ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ করবে এমজেএল বাংলাদেশ, বাকি ৫০ শতাংশ ইসিএইচএল। কোম্পানিটি ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে এ উদ্যোগ নিয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪ থেক মার্চ’২৫) এমজেএল বাংলাদেশের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৯ পয়সা, যা আগের অর্থ বছরে ছিল ৬ টাকা ৫৫ পয়সা ছিল। ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৮৫ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানির পর্ষদ বিনিয়োগকারীদের ৫২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আলোচ্য অর্থবছরের ইপিএস হয়েছে ৮ টাকা ৭১ পয়সা, আগের বছরে যা ছিল ৮ টাকা ৭৩ পয়সা। ৩০ জুন ২০২৪ পর্যন্ত কোম্পানিটির এনএভিপিএস ছিল ৪৮ টাকা ৩ পয়সা।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে এমজেএল বাংলাদেশের বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করা হয়েছিল। সেই বছর ইপিএস ছিল ৮ টাকা ৭৩ পয়সা, আগের বছরে ৬ টাকা ৩৬ পয়সা। ৩০ জুন ২০২৩ পর্যন্ত কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ২৭ পয়সায়।

এমজেএল বাংলাদেশ মূলত ইস্টকোস্ট গ্রুপ এবং রাষ্ট্রায়ত্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের যৌথ প্রতিষ্ঠান। কোম্পানিটি শিল্প ও যানবাহনে ব্যবহৃত লুব্রিক্যান্টস, অয়েল ও গ্রিজ সরবরাহের পাশাপাশি অয়েল ট্যাংকার ও অঙ্গপ্রতিষ্ঠানের মাধ্যমে এলপিজি ও সিলিন্ডারের ব্যবসাও পরিচালনা করে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি এমিরেটস এয়ারলাইন্সের... বিস্তারিত