ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

ইতিহাস গড়লেন মেসি, এমএলএসে নতুন মাইলফলক

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১১:৫৩:২৪

ইতিহাস গড়লেন মেসি, এমএলএসে নতুন মাইলফলক

স্পোর্টস ডেস্ক: ইন্টার মায়ামি-তে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি দলের সাফল্যেও রাখছেন সরাসরি প্রভাব। সর্বশেষ নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে এমএলএস ম্যাচেও তিনি জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে দলকে বড় জয়ের পথে নিয়ে গেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত ম্যাচে ৪-০ গোলের দাপুটে জয় পায় ইন্টার মায়ামি। প্রথমার্ধের ৪৩ মিনিটে বালতাসার রদ্রিগেজের গোলে সহায়তা করেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে ৭৪ ও ৮৬ মিনিটে দুটি গোল করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান আর্জেন্টাইন এই মহাতারকা। তিন ম্যাচ নিষেধাজ্ঞা শেষে ফিরে এসে ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লুইস সুয়ারেজ।

এই জয়ের ফলে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নর পয়েন্ট ৬০ (৩১ ম্যাচ), আর দ্বিতীয় স্থানে থাকা এফসি সিনসিনাটির পয়েন্ট ৫৯। নিউইয়র্ক সিটিকে হারিয়ে এমএলএস কাপ প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মায়ামি।

জোড়া গোলের পাশাপাশি নতুন ইতিহাসও গড়েছেন মেসি। মেজর লিগ সকারের ইতিহাসে টানা দুটি মৌসুমে অন্তত ৩৫টি গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় তিনি। এছাড়া গোল্ডেন বুট দৌড়েও এগিয়ে আছেন তিনি—২৪ গোল ও মোট ৩৭টি গোলে (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) অবদান রেখে বর্তমানে এমএলএস তালিকার শীর্ষে অবস্থান করছেন।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত