ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

শেয়ারবাজারে অ্যাভিভা ইকুইটির ঋণ কেলেঙ্কারির তদন্ত শুরু

২০২৫ সেপ্টেম্বর ২৫ ০০:১৯:২৮

শেয়ারবাজারে অ্যাভিভা ইকুইটির ঋণ কেলেঙ্কারির তদন্ত শুরু

আবু তাহের নয়ন: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অ্যাভিভা ফাইন্যান্সের সহায়ক প্রতিষ্ঠান ও এস আলম গ্রুপের মালিকানাধীন অ্যাভিভা ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ঋণ, আর্থিক লেনদেন এবং অর্থপাচারের সম্ভাব্য ঘটনায় তদন্ত শুরু করেছে।

শেয়ারবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক সংস্থাটি তিন সদস্যের একট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছেন বিএসইসির পরিচালক মো. মনসুর রহমান, যুগ্ম পরিচালক সুলতানা পারভীন ও সহকারী পরিচালক মো. মারুফ হাসান। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্তে অ্যাভিভা ফাইন্যান্স কর্তৃক অ্যাভিভা ইকুইটিকে দেওয়া মোট ঋণ ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সুদসহ বকেয়া হিসাব এবং পরিশোধের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

এছাড়া প্রতিষ্ঠানটি অন্য কোনো উৎস থেকে ঋণ নিয়েছে কি না, ঋণের ব্যবহার কীভাবে হয়েছে, বিধি-বিধান মেনে চলেছে কি না, সংশ্লিষ্ট পক্ষকে কোনো মার্জিন ঋণ দেওয়া হয়েছে কি না এবং ঋণের কোনো অংশ অর্থপাচারে ব্যবহৃত হয়েছে কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হবে।

একই সঙ্গে ঋণ পরিশোধে দেরির কারণ ও সম্পূর্ণ ঋণ শোধ করার সক্ষমতা মূল্যায়ন করবে কমিটি। প্রয়োজনে সম্ভাব্য সময়সীমাও নির্ধারণ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির এক কর্মকর্তা জানান, প্রাথমিক অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অ্যাভিভা ইকুইটি খুচরা, প্রাতিষ্ঠানিক, প্রবাসী ও বিদেশি গ্রাহকদের জন্য ব্রোকারেজ সেবা প্রদান করে। প্রতিষ্ঠানটি এর আগে একাধিকবার নিয়ন্ত্রক সংস্থার নজরদারিতে পড়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রতিষ্ঠানটির কনসলিডেটেড কাস্টমার অ্যাকাউন্টে (সিসিএ) ৩ কোটি ৬ লাখ টাকার ঘাটতি শনাক্ত করেছে। তদন্তে উঠে আসে অ্যাভিভা ইকুইটি গ্রাহকের অর্থ অপব্যবহার করেছে এবং অ্যাকাউন্টে মিথ্যা তথ্য প্রদর্শন করেছে।

পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বাতিল হওয়ায় অ্যাভিভা ইকুইটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত