ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন:জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এবং আলোচিত ‘ছাগল-কাণ্ডের’ চরিত্র মতিউর রহমান শেয়ারবাজারে একটি অভূতপূর্ব অনিয়মের সঙ্গে জড়িত হয়েছেন। তিনি শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেডের প্লেসমেন্ট শেয়ার নিয়েছেন, কিন্তু এর বিপরীতে কোনো অর্থ পরিশোধ করেননি।
শেয়ারবাজারে প্রচলিত নিয়ম হলো— যে বিনিয়োগকারী প্লেসমেন্ট শেয়ার নেবেন, তাকে অবশ্যই কোম্পানির অ্যাকাউন্টে চেকের মাধ্যমে টাকা জমা দিতে হয় এবং সেই অর্থপ্রদানের প্রমাণ দাখিল করতে হয়। কিন্তু সরকারি কর্মকর্তা থাকা সত্ত্বেও মতিউর রহমান এই দীর্ঘদিনের প্রথা ভেঙে টাকা ছাড়া শেয়ার নেওয়ার মতো একটি নজিরবিহীন কাজ করেছেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে এই অনিয়ম ধরা পড়েছে। বিষয়টি শুধু শেয়ারবাজারের নিয়ম ভঙ্গ নয়, বরং বিনিয়োগকারীদের প্রতি চরম আস্থাহানির উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এ কারণে মতিউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
তবে মতিউর রহমান একা নন। তদন্তে একমি পেস্টিসাইডসের চেয়ারম্যান শান্তা সিনহা, ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান সিনহা, পরিচালক আহসান হাবিব সিনহা, পরিচালক কে এম হেলুয়ার, কোম্পানি সচিব সবুজ কুমার ঘোষ, প্রধান অর্থ কর্মকর্তা সেলিম রেজা এবং আরও বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান একই ধরনের অনিয়মে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। এসব শেয়ারহোল্ডারও টাকা ছাড়াই শেয়ার বরাদ্দ পেয়েছেন। তাদেরকে এ অনিয়মের দায়ে দুদকের জালে জড়াতে হবে।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭৩তম কমিশন সভায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, শেয়ার বরাদ্দ নিয়েও অর্থ প্রদান না করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. আফজাল হোসেন, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিক্রমপুর পটেটো ফ্লেক্স ইন্ডাস্ট্রিজ, তফাজ্জল হোসেন ফরহাদ, জাভেদ এ মাতিন, বেঙ্গল অ্যাসেটস হোল্ডিংস লিমিটেড, চিটাগং পেস্টিসাইডস অ্যান্ড ফিশারিজ, হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট, আঞ্জুমান আরা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার, তৌহিদা আক্তার, মো. রুহুল আজাদ ও রানু ইসলাম।
একই সঙ্গে একমি পেস্টিসাইডসের ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড প্রসপেক্টাসে মিথ্যা তথ্য দাখিল করে দায়িত্ব পালনে ব্যর্থ হয়। এজন্য প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
এছাড়া নিরীক্ষা কার্যক্রমেও গুরুতর গলদ পাওয়া গেছে। প্রি-আইপিও পর্যায়ে বাস্তব আর্থিক অবস্থা সঠিকভাবে না দেখানোয় নিরীক্ষক সিরাজ খান বসাক অ্যান্ড কোং-এর বিরুদ্ধে এনফোর্সমেন্ট প্রক্রিয়া শুরু করা হয়েছে। আর আইপিওতে সংগৃহীত অর্থ ব্যবহারের অসঙ্গতির কারণে শফিক বসাক অ্যান্ড কোং-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) পাঠানো হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ
- চবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
- বোনাস অনুমোদনে দ্বিমুখী নীতি, প্রশ্নের মুখে বিএসইসি