ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মেসির প্রভাব বার্সেলোনা নির্বাচনে: ভোটের মাঠে কিংবদন্তি

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৬:৩৪:৩১

মেসির প্রভাব বার্সেলোনা নির্বাচনে: ভোটের মাঠে কিংবদন্তি

স্পোর্টস নিউজ :ফুটবল দুনিয়ার কিংবদন্তি লিওনেল মেসি আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। তবে এবার নয় মাঠের পারফরম্যান্স নিয়ে, বরং বার্সেলোনার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য রাজনৈতিক ভূমিকা নিয়ে।

কাতালুনিয়ার গণমাধ্যম কাদেনা এসইএআর জানিয়েছে, মেসি সরাসরি নির্বাচনে অংশ নিতে পারেন অথবা কোনো প্রার্থীর পক্ষে সমর্থন দিতে পারেন। ইতিমধ্যেই জোয়ান লাপোর্তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শিবিরগুলো মেসির সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তা বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন এবং চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হচ্ছেন। তবে ২০২১ সালে মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক কারণে ব্যর্থ হওয়ায় তার অবস্থান পুরোপুরি শক্তিশালী নয়। এর পর মেসি পিএসজিতে যোগ দেন, যা সমর্থকদের একাংশের কাছে বিশ্বাসঘাতকতার মতো মনে হয়।

বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা ও বার্সেলোনার কিংবদন্তি মেসির সমর্থন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভিক্টর ফন্ট বা জোয়ান কামপ্রুবির মতো প্রার্থীরা যদি তাকে পাশে পান, তবে লাপোর্তার জন্য চ্যালেঞ্জ হবে বড়।

তবে মেসি প্রকাশ্যে কোনো প্রার্থীর পক্ষে দাঁড়াবেন কি না, তা এখনও অনিশ্চিত। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন, কিন্তু ক্যাম্প ন্যু ও বার্সেলোনা সমর্থকদের কাছে তার প্রভাব এখনও অপরিবর্তিত।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত