ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

গোলশূন্য ড্রয়ে শেষ হলো বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ

২০২৫ সেপ্টেম্বর ০৬ ২০:২৭:১৩

গোলশূন্য ড্রয়ে শেষ হলো বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক: চার বছর পর নেপালের কাঠমান্ডুতে ফিফা প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ ফুটবল দল। এ নিয়ে নেপালের বিপক্ষে টানা পাঁচ বছর জয়ের দেখা পেল না বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ নেপালের কাছে ৩-০ গোলে হেরেছিল।

বাংলাদেশ ফুটবল দল নেপালের কাঠমান্ডুতে স্বাগতিক দলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে, যা চার বছর পর নেপালের মাটিতে বাংলাদেশের প্রথম ড্র। নেপালের বিপক্ষে বাংলাদেশের জয় নেই গত পাঁচ বছর ধরে। দুই দলই আগামী মাসে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করেছে।

নব্বইয়ের দশকে বাংলাদেশ নেপালকে বড় ব্যবধানে হারালেও, পরবর্তীতে নেপালের ফুটবল মান উন্নত হয়। ২০২১ সালে মালদ্বীপ সাফে নেপাল ড্র করে বাংলাদেশকে ফাইনাল থেকে ছিটকে দিয়েছিল এবং একই বছর ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে নেপাল বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

দশরথ স্টেডিয়ামের মাঠ বৃষ্টিস্নাত থাকায় উভয় দলের খেলোয়াড়দেরই স্বাভাবিক ফুটবল খেলতে সমস্যা হয়েছে। ম্যাচে বড় কোনো ইনজুরি হয়নি। বাংলাদেশের গোলরক্ষক সুজন হোসেনের জাতীয় দলে অভিষেক হয় এবং তাকে খুব বেশি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। ম্যাচের ৩৬ মিনিটে বাংলাদেশ একটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা গোছালো ফুটবল খেলে এবং বল দখল ও পাসিংয়ে পরিকল্পনার ছাপ ছিল। নেপালের অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রসের অধীনে স্বাগতিক দল বিল্ড আপ ফুটবল খেলার চেষ্টা করেছে। দুই দলের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটি ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত