ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফখরুলের রাজনৈতিক বার্তা

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৩:৫৬:২৩

শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফখরুলের রাজনৈতিক বার্তা

নিজস্ব প্রতিবেদক :আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছিলেন। তিনি বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।

ফখরুল আরও বলেন, জিয়াউর রহমান মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধানও তার অবদান।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি সংগ্রাম করছে এবং তারেক রহমান এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। জনগণ ও ছাত্রসমাজের আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে পরাজিত করার সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতোমধ্যেই সহযোগিতা করছে এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে। পাশাপাশি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে।

ফখরুল আশা প্রকাশ করেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সংস্কার ও অর্থনৈতিক গতিশীলতা আনা সম্ভব হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরসহ অন্যান্য উচ্চপদস্থ নেতারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত