ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ২৬ ১৫:৩৪:৩৬
সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড স্থানীয় বাজারে সরাসরি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্তকে ভবিষ্যৎ ব্যবসার টেকসই প্রবৃদ্ধির অংশ হিসেবে দেখছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, কোম্পানিটি এখন থেকে দেশীয় বাজারে উৎপাদিত পণ্য বিক্রির পাশাপাশি কাঁচামালও স্থানীয় বাজার থেকেই সংগ্রহ করবে। এর ফলে ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ হবে এবং ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।

খান ব্রাদার্স জানায়, এতদিন কোম্পানির প্রধান আয়ের উৎস ছিল সাব-কন্ট্রাক্ট কাজ। কারণ ২০২২ সাল থেকে তাদের রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এই সময়ে ব্যবসা টিকিয়ে রাখতে সাব-কন্ট্রাক্ট কাজই ভরসা ছিল। তবে নতুন এ উদ্যোগ কোম্পানির রাজস্ব বৃদ্ধি ও টেকসই ব্যবসা গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানি কর্তৃপক্ষের ভাষ্য, সাব-কন্ট্রাক্ট কাজের পাশাপাশি স্থানীয় বাজারে সরাসরি পণ্য বিক্রি শুরু করা হলে রাজস্বের নতুন উৎস সৃষ্টি হবে। একই সঙ্গে কাঁচামাল দেশীয় বাজার থেকেই ক্রয় করায় খরচও তুলনামূলকভাবে কমবে। এতে দীর্ঘমেয়াদে ব্যবসায় স্থিতিশীলতা আসবে এবং শেয়ারহোল্ডারদের জন্যও ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, রপ্তানি কার্যক্রম বন্ধের পর খান ব্রাদার্সের এই উদ্যোগ ব্যবসায় একটি পজিটিভ টার্নঅ্যারাউন্ড তৈরি করতে পারে। দেশীয় বাজারের চাহিদা ও সম্ভাবনা কাজে লাগাতে পারলে কোম্পানির সামগ্রিক আয়ে ইতিবাচক প্রভাব পড়বে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত