ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

প্রথম সফরেই বাজিমাত, ব্যাংককে চ্যাম্পিয়ন সাতক্ষীরার ১০ ফুটবলার

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ আগস্ট ১১ ১১:১০:০৩
প্রথম সফরেই বাজিমাত, ব্যাংককে চ্যাম্পিয়ন সাতক্ষীরার ১০ ফুটবলার

মাটির গন্ধে ভরা গ্রামের মাঠেই শুরু তাদের ফুটবল যাত্রা। সেখানেই দৌঁড়ে বেড়ানো, গোলের স্বপ্ন বোনা আর সেই স্বপ্ন এবার ছুঁয়েছে আকাশ। সাতক্ষীরার প্রত্যন্ত এলাকার ১০ ক্ষুদে ফুটবলার প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পাড়ি জমিয়েছিল থাইল্যান্ডের ব্যাংককে। আর প্রথম অংশগ্রহণেই তারা জিতেছে চ্যাম্পিয়নের মুকুট।

রোববার (১০ আগস্ট) ব্যাংককের এক্কামাই ইন্টারন্যাশনাল স্কুল মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জয় করে সাবিনা খাতুনের প্রতিষ্ঠিত ওয়ারিয়র স্পোর্টস একাডেমি।

প্রথম ম্যাচে স্বাগতিক ব্যাংকক সকার একাডেমিকে ৩-০ গোলে হারায় ওয়ারিয়ররা—সিয়াম ইসলাম করেন দুটি এবং সালাহউদ্দিন রনি একটি গোল। দ্বিতীয় ম্যাচে ফিলিপাইন ফুটবল একাডেমির বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় তারা। এ ম্যাচে একটি করে গোল করেন নুর হোসেন ও সিয়াম ইসলাম।

ফাইনালে আবারও ব্যাংকক সকার একাডেমির মুখোমুখি হয় ওয়ারিয়ররা। সিয়াম ইসলাম, নুর হোসেন ও মুকিদুরজ্জামানের একটি করে গোলের সৌজন্যে ৩-০ ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। শিরোপা জয়ের পর খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় মেডেল, সনদ ও ট্রফি।

ভুটানের নারী ফুটবল লিগে পারো এফসির হয়ে খেলা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও একাডেমির প্রতিষ্ঠাতা সাবিনা খাতুন বলেন,"শৈশব থেকেই স্বপ্ন ছিল আমাদের গ্রামের ছেলেমেয়েরা যেন বিদেশের মাঠে দাঁড়িয়ে লাল-সবুজের পতাকা উড়াতে পারে। আজ ওয়ারিয়রদের হাতে ট্রফি দেখে মনে হচ্ছে সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। এই জয় শুধু গোলের নয়—এটি সাহস, ঘাম আর বিশ্বাসের জয়।" তিনি বাংলা ট্র্যাক সল্যুশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও রয়্যাল ওরাঞ্জের প্রতি কৃতজ্ঞতা জানান যারা একাডেমির পাশে দাঁড়িয়েছে।

২০২১ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করা ওয়ারিয়র স্পোর্টস একাডেমি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়ান স্টার মর্যাদা পেয়েছে। বয়সভিত্তিক প্রশিক্ষণ, স্থানীয় প্রতিযোগিতা ও প্রতিভা বাছাইয়ের মাধ্যমে গড়ে ওঠা এই দলের পেছনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন কোচ পিন্টু কুমার মিত্র, সহকারী কোচ সিরাজ উদ্দিন, ট্রেইনার ফেরদৌস খোকন, ম্যানেজার মেহেদী হাসান ও টিম লিডার তৌসিফ ইসলাম।

চ্যাম্পিয়ন দলে ছিলেন আলিফ জামান, সোহাগ হোসেন, সিয়াম ইসলাম, মারুফ বিল্লাহ, আজিজুর রহমান ভূঁইয়া, মুকিদুরজ্জামান, প্রিয়ম বিশ্বাস, রিফাত পারভেজ, নুর হোসেন ও সালাহউদ্দিন রনি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত