ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

স্বর্ণের দাম এক ভরিতে কমলো ১,৫৭৪ টাকা

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ আগস্ট ০২ ২০:৫৯:০৯
স্বর্ণের দাম এক ভরিতে কমলো ১,৫৭৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার (২ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১,৭১,৬০১ টাকা, যা পূর্বের চেয়ে কম। একইভাবে ২১ ক্যারেটের দাম হয়েছে ১,৬৩,৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১,৪০,৪০০ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,১৬,১২৭ টাকা।

তবে দাম নির্ধারণে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত হবে বলে জানিয়েছে বাজুস। এ ছাড়া গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতেও পারে।

তবে এর আগে, ২৩ জুলাই সর্বশেষ মূল্যবৃদ্ধির সময় ২২ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছিল ১,৭৩,১৭৫ টাকা, যা কার্যকর হয়েছিল ২৪ জুলাই থেকে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে আবারও মূল্য সমন্বয়ে গেল বাজুস।

স্বর্ণের দামে এই পরিবর্তন আসলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। দেশের বাজারে ২২ ক্যারেটের রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ২,৮১১ টাকা দরে। অন্যান্য ক্যারেটেও দাম অপরিবর্তিত রয়েছে—২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১,৭২৬ টাকা প্রতি ভরি।

এখন পর্যন্ত বছরের শুরু থেকে বাজুস ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে, কমেছে মাত্র ১৬ বার। গত বছর অর্থাৎ ২০২৪ সালে পুরো বছরে ৬২ বার মূল্য সমন্বয় হয়, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ে এবং ২৭ বার কমে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম উঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। তবে টাকার বিনিময় হার, আমদানি ব্যয় ও অভ্যন্তরীণ চাহিদার ওঠানামার কারণে দাম প্রতিবারই পরিবর্তিত হচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের বারবার দাম পরিবর্তন ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে, যা বাজারে স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ।

স্বর্ণবাজারের এ ঘনঘন পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে বৈদেশিক মুদ্রার সংকট, আমদানি জটিলতা ও বিশ্ববাজারের ওঠানামাকেই দায়ী করছেন অর্থনীতিবিদরা।

তবে অর্থনীতিবিদদের পরামর্শ— মূল্যসমন্বয়ের পাশাপাশি স্বর্ণ আমদানি নীতিতে স্বচ্ছতা ও পূর্বনির্ধারিত পরিপূর্ণ গাইডলাইন থাকা দরকার, যাতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে আস্থা বৃদ্ধি পায়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত