ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
ঐক্যবদ্ধ না হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হবো: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেন, “এবার মনটা শান্ত হলো যে দুর্গাপূজা উপলক্ষে আপনাদের সঙ্গে দেখা হলো। আপনারা সাক্ষ্য দেবেন যে আমি হাজির ছিলাম। এখন শান্ত মনে আমি জাতিসংঘের দিকে রওনা হতে পারবো। সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, নমস্কার।” চলতি মাসের শেষ দিকে শারদীয় দুর্গোৎসব শুরু হলেও প্রধান উপদেষ্টা নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে থাকবেন, তাই তিনি আগাম শুভেচ্ছা জানাতে মন্দিরে হাজির হন।
নিজের বক্তব্যে অধ্যাপক ইউনূস জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "নিজেরা বিভক্ত হয়ে গেলে, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব। আমাদের তরুণরা জেগেছে, আমাদের মানুষ জেগেছে। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, সেটা নিশ্চিত করতে চাই। তা না হলে এত রক্তপাত, এত আত্মত্যাগের কী ফল পেলাম?"
তিনি আরও বলেন, "আমাদের ছেলেমেয়েরা ২০২৪-এর জুলাইয়ে যে অসাধ্য সাধন করেছে, তাদের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার, যেখানে সব নাগরিক সমান সুযোগ পাবে।" তিনি এমন একটি রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, যেখানে পৃথিবী বাংলাদেশকে অনুসরণ করবে। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে শুরু হওয়া বৈষম্য-দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার অগ্রযাত্রার সফল বাস্তবায়নের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সারা জাতিকে একটি পরিবার হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, পরিবারে মতভেদ থাকলেও তা অটুট থাকে। রাষ্ট্র যেন কোনো নাগরিকের প্রতি ধর্মীয় বা অন্য কোনো কারণে বৈষম্য না করে, সে বিষয়ে সকলকে সোচ্চার হতে হবে। নাগরিক হিসেবে সংবিধানে লিপিবদ্ধ সব অধিকার নিশ্চিত করার জন্য বারবার সোচ্চার হওয়ার গুরুত্বারোপ করেন তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, "আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এ অধিকার আমাদের নিশ্চিত করতে হবে।" তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন একটি দেশ তৈরি করতে হবে যেখানে নিরাপত্তা বেষ্টিত হয়ে ধর্ম পালন করা হাস্যকর হবে।
ঐক্যের কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা দুর্গাপূজার কাঠামোর মধ্যে ঐক্য-সম্প্রীতির প্রতীক দেখতে পান। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং দশভূজা দুর্গার সম্মিলিত শক্তি সব অশুভ শক্তিকে পরাজিত করার প্রতীক বহন করে। তিনি বলেন, জ্ঞান, সম্পদ, শক্তি নিয়ে সবাই ঐক্যবদ্ধ হলে সব অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল