ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

কর্মসংস্থান বেসরকারি খাতের ওপর নির্ভরশীল: অর্থ উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৭:০৯:২০

কর্মসংস্থান বেসরকারি খাতের ওপর নির্ভরশীল: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানো এখন সরকারের অগ্রাধিকার বিষয়গুলোর মধ্যে একটি। তবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মনে করান, কর্মসংস্থান মূলত বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। ব্যবসা-বাণিজ্য যদি ধীরে বা মন্থর হয়, তার প্রভাব সরাসরি কর্মসংস্থানে পড়বে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, “ব্যবসা সামান্য মন্থর হলেও এখন ধীরে ধীরে ভালো হচ্ছে।”

যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “এটা বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করবে। তারা ঘাটতিটা কমানোর জন্য কী কী আমদানি করতে পারে, সেটার ওপর আমরা মোটামুটি কমফোর্টেবল অবস্থানে আছি।”

মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যতই আমদানি করি সরবরাহ বাড়াই। তবে বড় সমস্যা পাইকারি ও খুচরা বাজারে। বিশ্বে কমই এই ধরনের অবস্থা থাকে। আমাদের দেশে মোটামুটি মূল্যস্ফীতি স্থিতিশীল। সম্প্রতি খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে।”

কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “লোকাল প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা চলছে। উদাহরণস্বরূপ, হবিগঞ্জে একটি প্রকল্প নিয়েছি, যেখানে হাইটেক প্রযুক্তি ব্যবহার হবে না, বরং রাস্তাঘাট সম্প্রসারণ হবে, এতে সরাসরি কর্মসংস্থান হবে। তবে মূলত ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কর্মসংস্থানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।”

এনবিআরের ট্যাক্স রাজস্ব ও ট্যাক্স ফাঁকি প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, “এনবিআরের রাজস্ব ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে, তাদের অনেক উদ্ধার করা হচ্ছে।”

এলএনজি আমদানিতে পিটার হাসের কোম্পানিকে বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক বাজার যাচাই করি। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, চায়না, সিঙ্গাপুর—সব বাজার তুলনা করি। কোনো এক দেশ বা কোম্পানিকে অযথা সুবিধা দেওয়া হচ্ছে না।”

সার আনার বিষয়ে তিনি বলেন, “বেশির ভাগ সার আসে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে। বিষয়টি আমরা আরও খতিয়ে দেখব।”

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত