ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার

২০২৬ জানুয়ারি ০৭ ১৯:৩৯:১২

দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি সংকট কাটাতে এবং এর গভীরতা বাড়াতে বড় ধরনের ‘মাস্টারপ্ল্যান’ হাতে নিয়েছে সরকার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক হাই-প্রোফাইল বৈঠকে ১০টি শক্তিশালী কোম্পানিকে বাজারে আনার প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের প্রভাবশালী তিন উপদেষ্টা এবং বিএসইসি ও আইসিবির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, দেশীয় লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলো ‘সরাসরি তালিকাভুক্তি’ বা ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে বাজারে আসবে। অন্যদিকে, বাংলাদেশে ব্যবসারত শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানিগুলো তাদের বোর্ড সভার মাধ্যমে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে শেয়ার ছাড়ার প্রক্রিয়া শুরু করবে।

তালিকায় থাকা ১০টি উল্লেখযোগ্য কোম্পানি হলো— কর্ণফুলি গ্যাস, সিলেট গ্যাস ফিল্ডস, পশ্চিমাঞ্চল গ্যাস এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনের মতো বড় সরকারি বিদ্যুৎ ও জ্বালানি সংস্থা। এর পাশাপাশি ইউনিলিভার বাংলাদেশ, নেসলে, কাফকো, সিনজেন্টা, সিনোভিয়া এবং নোভার্টিসের মতো প্রভাবশালী বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং বাজারের গভীরতা বাড়াতে শক্তিশালী মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির কোনো বিকল্প নেই। বহুজাতিক কোম্পানিগুলোতে সরকারের যে শেয়ার রয়েছে, তা আমরা তালিকাভুক্ত করতে চাই। যদিও এটি আইনি ও প্রক্রিয়াগতভাবে কিছুটা সময়সাপেক্ষ, তবে আমরা দ্রুততম সময়ে কাজ শুরুর নির্দেশ দিয়েছি।

অন্যদিকে, আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ কোম্পানিগুলোকে বাজারে আনতে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, পাশের দেশের শীর্ষ শেয়ারের তালিকায় যদি নেসলে ও ইউনিলিভার থাকতে পারে, তবে বাংলাদেশে নয় কেন? জনস্বার্থে এসব কোম্পানিকে তালিকাভুক্ত করা এখন সময়ের দাবি। তারা যদি স্বেচ্ছায় না আসে, তবে কর বাড়ানোর মাধ্যমে তাদের বাজারে আসতে উৎসাহিত করতে হবে।

উল্লেখ্য, ইতিপূর্বে এ নিয়ে বহু আলোচনা হলেও এবারই প্রথম মন্ত্রণালয় থেকে সরাসরি সম্মতি ও লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন স্থবির থাকা পুঁজিবাজারে নতুন গতির সঞ্চার হবে এবং ভালো মানের শেয়ারের অভাবে ধুঁকতে থাকা সাধারণ বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

চবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

চবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।... বিস্তারিত