ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

আলী রিয়াজ

'রাতের ভোট বন্ধ করতেই আমরা গণভোটের পথে হাঁটছি'

২০২৬ জানুয়ারি ১১ ২০:৪২:২২

'রাতের ভোট বন্ধ করতেই আমরা গণভোটের পথে হাঁটছি'

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র পরিচালনার মৌলিক সিদ্ধান্তগুলো কেবল রাজনৈতিক দলগুলোর দরকষাকষির মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্ধারণ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বরিশালের বেলস পার্কে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রিয়াজ।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, "দিনের ভোট রাতে হওয়ার যে কলঙ্কিত সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, তা চিরতরে বন্ধ করতেই আমরা গণভোটের পথে হাঁটছি। দেশে সরকার বদলের যে পুরোনো নেতিবাচক ইতিহাস রয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হলে জনগণের রায়কেই চূড়ান্ত হতে হবে।"

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জনদাবি উপেক্ষা করে সংবিধান পরিবর্তন করা হয়েছে। এমনকি ১৯৭৫ সালে মাত্র ১৭ মিনিটে সংবিধান সংশোধনের নজিরও এ দেশে আছে। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই এ পর্যন্ত মোট ভোটের ৫০ শতাংশ অর্জন করতে পারেনি। তাই রাজনৈতিক দলের বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীর মতামত নিতে গণভোট অপরিহার্য।

রাষ্ট্রক্ষমতার সীমা নির্ধারণ নিয়ে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন। আলী রিয়াজ জানান, সব রাজনৈতিক দল একমত হয়েছে যে কোনো ব্যক্তি টানা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। এই সিদ্ধান্তটি দলগুলোর সনদে অন্তর্ভুক্ত করা হলেও এর চূড়ান্ত বৈধতা আসবে জনগণের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে।

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা নিয়ে তিনি বলেন, অতীতে আমরা দেখেছি ক্ষমা প্রদর্শনের নামে বিচার ব্যবস্থার সঙ্গে তামাশা করা হয়েছে। প্রকৃত সিদ্ধান্ত অন্য জায়গা থেকে এলেও রাষ্ট্রপতির নাম ব্যবহার করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) সিনিয়র সচিব মনির হায়দার এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত