ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

বাংলাদেশকে ২১ দশমিক ৭৭ মিলিয়ন ইউরো অনুদান দিচ্ছে জার্মানি

২০২৬ জানুয়ারি ০৮ ১৯:৩৯:০৫

বাংলাদেশকে ২১ দশমিক ৭৭ মিলিয়ন ইউরো অনুদান দিচ্ছে জার্মানি

নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল সক্ষমতা উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে উন্নয়ন কার্যক্রম জোরদার করতে বাংলাদেশকে ২১ দশমিক ৭৭ মিলিয়ন ইউরো অনুদান দিচ্ছে জার্মানি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭০ কোটি টাকা।

এই অনুদান বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড-এর মধ্যে পাঁচটি পৃথক অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জার্মান সরকারের পক্ষে জিআইজেড ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর হেনরিখ-জর্গেন শিলিং নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

এই অনুদানের আওতায় পাঁচটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হবে। এগুলো হলো জ্বালানি দক্ষতা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে নীতিগত পরামর্শ ও জ্বালানি সাশ্রয় প্রকল্প, নগর এলাকায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সংহতি ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প ‘ইন্টিগ্রেট’, শিল্প ও পরিবেশগত নিরাপত্তা বিষয়ক পেশাদার শিক্ষা উন্নয়নে ‘প্রিসাইজ’, পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নে ‘গ্রেস’ এবং এশিয়ায় সফলতার জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা অর্জনে ‘ডিএস২এস’ প্রকল্প।

অনুষ্ঠানে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। এই অনুদান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে। অন্যদিকে, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর হেনরিখ-জর্গেন শিলিং বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে জার্মান সরকারের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

চবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

চবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।... বিস্তারিত