ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
বোর্ড দ্বন্দ্বে স্থবির স্ট্যান্ডার্ড ব্যাংক, তদারকিতে কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বোর্ড সদস্যদের মধ্যে চরম অভ্যন্তরীণ কোন্দল ও সিদ্ধান্তহীনতার মুখে শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে গত সপ্তাহে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক মো. শারাফাত উল্লাহ খানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাংকটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ গ্রহণ করেছে। এখন থেকে মো. শারাফাত উল্লাহ খান স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থেকে ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
স্থবির ব্যাংক পরিচালনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত সরকারের পতনের পর থেকে বেসরকারি এই ব্যাংকটির ১৬ সদস্যের পরিচালনা পর্ষদ মূলত দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ এবং অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন তারই পুত্র ও ব্যাংকের ভাইস-চেয়ারম্যান এ কে এম আব্দুল আলিম।
নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের কর্মকর্তারা জানান, বোর্ড সদস্যদের এই রেষারেষির কারণে ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রায় স্থবির হয়ে পড়েছে। বোর্ড সভাগুলোতে প্রায়ই জনবল নিয়োগ ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সদস্যরা তর্কে জড়িয়ে পড়েন, যা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে।
১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা স্ট্যান্ডার্ড ব্যাংক ২০২১ সালের জানুয়ারিতে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকে রূপান্তরিত হয়। দীর্ঘদিন ধরে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ব্যবসায়ী কাজী আকরাম উদ্দিন আহমেদ। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর মোহাম্মদ আব্দুল আজিজ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ব্যাংকটির আর্থিক অবস্থার ভয়াবহ অবনতি হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১,৬৭৯ কোটি টাকা (মোট ঋণের ৮.৬২ শতাংশ)। কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে তা কয়েক গুণ বেড়ে ৫,৮৮৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের ২৯.১৪ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের আগের এক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান কাজী আকরাম ও তার পুত্র কাজী খুররম আহমেদের সাথে জড়িত বিভিন্ন অনিয়ম পাওয়া গিয়েছিল, যা ব্যাংকটির বর্তমান আর্থিক সংকটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি