ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

নির্বাচনের আগে আইনশৃঙ্খলায় বাড়তি নজর ইসির

২০২৬ জানুয়ারি ১১ ২১:১৭:৫৮

নির্বাচনের আগে আইনশৃঙ্খলায় বাড়তি নজর ইসির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে প্রতিটি নির্বাচনী এলাকায় গঠিত ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল’-এর কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সদস্যদের নাম ও মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ তালিকা জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন দেশের সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনের আগে যেকোনো ধরনের অনিয়ম রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিপূর্বে পরিপত্রের মাধ্যমে এই সেল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন কেন্দ্রীয়ভাবে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে সেলের সদস্যদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের ‘নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১’ শাখায় পাঠাতে হবে। মাঠ পর্যায়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে এই সেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত