ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস ও লাভেলো আইসক্রিমের শেয়ার কারসাজি ঠেকাতে তিনটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের লেনদেন (বিক্রয়) স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) চিঠি দিয়ে অবিলম্বে সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দিয়েছে কমিশন। স্থগিতাদেশটি চলবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
স্থগিত হওয়া বিও অ্যাকাউন্টগুলো হলো— সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট, সিবিসি ক্যাপিটালের চেয়ারম্যান জুয়াং লিফেং এবং তৌফিকা ফুডস ও লাভেলোর সহযোগী প্রতিষ্ঠান তৌফিকা ইঞ্জিনিয়ারিং। এই প্রতিষ্ঠানগুলো ২০২৫ সালের আগস্ট পর্যন্ত কোম্পানিটির মোট ৭.২৫ শতাংশ বা ৬৭ লাখ ৭৮ হাজার ২৮৩টি শেয়ার ধারণ করেছে।
বিএসইসির মুখপাত্র আবুল কালাম সংবাদ মাধ্যমকে বলেন, তদন্তে এই তিনটি বিও অ্যাকাউন্ট থেকে কারসাজির প্রমাণ মিলেছে। চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগেই যাতে কারসাজির শেয়ার বিক্রি করতে না পারে, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তদন্তে উঠে এসেছে, ২০২৫ সালের জুন পর্যন্ত ডিএসই’র মাধ্যমে এই অ্যাকাউন্টগুলোতে নিয়মিত শেয়ার কারসাজি চলেছে এবং বিএসইসি তা স্বাধীনভাবে যাচাই করে নিশ্চিত হয়েছে। প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ লেনদেনও হয়েছে।
তবে এই তিন অ্যাকাউন্টধারীরা লাভেলো ও তৌফিকা ফুডসের শেয়ার কিনতে পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন না। তবে অ্যাকাউন্টগুলোতে অন্য কোনো কোম্পানির শেয়ার লেনদেনে কোনো বাধা থাকবে না।
এ খবর ছড়িয়ে পড়লে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উত্থানের বাজারেও লাভেলো আইসক্রীমের শেয়ার ডিএসইতে ৩.১৫ শতাংশ কমে ৯৮ টাকা ৪০ পয়সায় নেমে এসেছে।
গত বছরের জানুয়ারিতে লাভেলো আইসক্রীমের শেয়ার ছিল ২৯ টাকা ৮০ পয়সায়, যা কয়েক মাসে ২৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জুন মাসে কোম্পানিটির শেয়ার দাম ৭৮ টাকা থেকে জুন মাসে ১০৮ টাকায় উঠে যায়।
কোম্পানির আর্থিক অবস্থা
২০২৪ অর্থবছরে লাভেলো ৯৯ কোটি ২১ লাখ টাকা রাজস্ব অর্জন করেছে, যা আগের বছরের ৯৪ কোটি ৩৭ লাখ টাকার চেয়ে বেশি। এ সময়ে নিট মুনাফা দাঁড়ায় ১২ কোটি ১৮ লাখ টাকা, আগের বছরের ১০ কোটি ৫৩ লাখ টাকার তুলনায় বেশি।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়য়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের তুলনায় ১৫.৩২ শতাংশ বেশি। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সায়।
২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরে দিয়েছিল ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
২০২১ সালে লাভেলো আইসক্রীম আইপিও’র মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ শুরু করেছিল। বর্তমানে কোম্পানির শেয়ারের মালিকানা কাঠামো হলো—স্পনসর ও পরিচালক ৩৮.৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৫.২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারী ৩৬.০৯ শতাংশ।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি
- স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এডিএন টেলিকমের নতুন পদক্ষেপ