ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
চাকসু: ছাত্রদল-শিবিরের মনোনয়ন সংগ্রহ, প্যানেল দিচ্ছে না বাগছাস
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তারা এখনও প্যানেল ঘোষণা করেননি, কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ছাত্রদল নেতারা। অন্যদিকে, ছাত্রশিবির আগামীকাল (বুধবার) তাদের প্যানেল ঘোষণা করবে বলে ইঙ্গিত দিয়েছে। উভয় সংগঠনই নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, তারা চাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন এবং কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী প্যানেল বা জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রশাসনকে জামায়াত-শিবিরের সঙ্গে মিলেমিশে একাকার বলেও অভিযোগ করেন।
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, নির্বাচন পরিচালনা কমিটির ৬০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী একটি দলের সঙ্গে সম্পৃক্ত। তবে তারা আশা করছেন, শিক্ষার্থীরা যেকোনো অনিয়ম রুখে দেবে।
এদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) চাকসু নির্বাচনে কোনো প্যানেল দিচ্ছে না। মঙ্গলবার বিকেলে সংগঠনটির চবি শাখার সদস্য সচিব আল মাশনূন এই তথ্য নিশ্চিত করে জানান, রাজনৈতিকভাবে তারা নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোনো প্রার্থী স্বতন্ত্রভাবে চাইলে নির্বাচনে অংশ নিতে পারবেন।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা ঘটেনি। তিনি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার আশা প্রকাশ করেছেন।
গত দুদিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের মোট ১৬৯ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে আটজন, সাধারণ সম্পাদক (জিএস) পদে দুজন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে দুজন রয়েছেন। তফসিল অনুযায়ী, আগামীকাল (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ১২ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল