ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ

২০২৫ সেপ্টেম্বর ১৪ ২২:২২:০৮

একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক: তিন ধাপে আবেদন করেও পছন্দের কলেজে সুযোগ না পেয়ে ভর্তির বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য সুখবর। তাদের শেষবারের মতো চতুর্থ ধাপে আবেদন করে কলেজে ভর্তির সুযোগ দেওয়া হবে। তবে, কবে এবং কীভাবে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে একাদশে ভর্তি কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন।

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম রবিবার (১৪ সেপ্টেম্বর) শেষ হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশের সব কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হচ্ছে। কিন্তু যারা এখনও ভর্তির বাইরে, তারা নতুন শিক্ষার্থীদের ক্লাসে অংশ নিতে পারছেন না এবং ভর্তির সুযোগ নিয়ে সংশয়ে রয়েছেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এবং একাদশে ভর্তি কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী অধ্যাপক মো. রিজাউল হক এই বিষয়ে বলেন, "ভর্তি নীতিমালা মেনে আজ আমাদের সব নির্বাচিত শিক্ষার্থীর ভর্তি শেষ হয়ে গেছে। এখন যারা ভর্তি হতে পারেনি, তাদের জন্য কী করা যায়, তা নিয়ে আমরা ভাবছি। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, যারা ভর্তি হতে পারেনি, তাদের জন্য শেষের দিকে চতুর্থ ধাপে আবেদন নেওয়া হবে।" তিনি আরও জানান, এই ধাপে সবাইকে আবেদন করতে হবে এবং যেসব কলেজে আসন ফাঁকা রয়েছে, সেগুলোর পছন্দক্রম দিতে হবে, যাতে তারা কলেজে সুযোগ পায়।

অধ্যাপক রিজাউল হক ভর্তিবঞ্চিত শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা আবারও আবেদন করার সুযোগ পাবে, এটা নিশ্চিত। তবে চতুর্থ ধাপের আবেদন কবে শুরু হতে পারে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে চতুর্থ ধাপে আবেদন শুরু করা সম্ভব হবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র থেকে জানা গেছে, চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তিতে তিন ধাপে আবেদন নেওয়া হয়েছিল। এতে ১০ লাখ ৬৬ হাজার ১৬৩ জন শিক্ষার্থী নির্বাচিত হয়ে গত ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচিত কলেজে সশরীরে ভর্তি হয়েছেন। তাদের সোমবার ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে নিয়মিত ক্লাস শুরু হবে।

সবশেষ গত ৩ সেপ্টেম্বর একাদশে ভর্তিতে শেষ ধাপের ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, আবেদন করেও ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনীত হননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন ২৯৫ জন। পাশাপাশি দেশের ৩৭৬টি কলেজে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পাওয়া যায়নি এবং ১৬টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার আগ্রহ দেখাননি।

ভর্তির সুযোগবঞ্চিত শিক্ষার্থীদের নতুন করে সুযোগ দিতে যে চতুর্থ ধাপে আবেদন নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী শিক্ষার্থীদের একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে সবসময় চোখ রাখতে বলাহয়েছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত