ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১১:২৭:৩৬

উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি— মনোস্পুল বাংলাদেশ এবং মাগুরা মাল্টিপ্লেক্স লিমিটেড তাদের উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। পরিচালনা পর্ষদের অনুমোদনের ভিত্তিতে নেওয়া এ উদ্যোগকে দুই কোম্পানিই ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্যে বলা হয়েছে, মনোস্পুল বাংলাদেশ নিজস্ব অর্থায়নে কয়েকটি অত্যাধুনিক যন্ত্রপাতি কিনবে। এর মধ্যে রয়েছে হট স্ট্যাম্পিং মেশিন, ইঙ্কজেট লিথু মেশিন, মিয়াকোসি এ৪ কাটিং মেশিন এবং ৬ টিপিএইচ স্টিম গ্রীণ ব্রয়লার। কোম্পানির পরিচালনা পর্ষদ মনে করছে, এই যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়বে, যার ইতিবাচক প্রভাব পড়বে আয় ও মুনাফায়।

অন্যদিকে, মাগুরা মাল্টিপ্লেক্সও নিজস্ব অর্থায়নে বড় ধরনের বিনিয়োগ করছে। কোম্পানিটি তাদের উৎপাদন লাইনকে আরও শক্তিশালী করতে কেবিএ মেশিন, রি-ওয়াইন্ডার মেশিন, ফোল্ডিং গ্লুইং মেশিন, ডাই কাটিং মেশিন, ফয়েল স্ট্যাম্পিং মেশিন, সিঙ্গেল কালার প্রিন্টিং মেশিন, ফোল্ডিং মেশিন এবং সুইং মেশিন কিনবে।

কোম্পানি দুটির দাবি, এসব মেশিনারিজ সংযোজনের ফলে প্যাকেজিং উপকরণ, প্রিন্ট পণ্য, কার্টন বক্স এবং বিভিন্ন কাটিং ম্যাটেরিয়ালস উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এর ফলে বিক্রি ও আয়ের প্রবৃদ্ধি নিশ্চিত হবে, যা দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডারদের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে।

শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, এ ধরনের বিনিয়োগ কোম্পানির আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সহায়তা করবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি-নির্ভর উৎপাদন প্রক্রিয়া কোম্পানির ব্র্যান্ডমূল্যকেও বাড়িয়ে তুলবে।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত