ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

গণপূর্তের ৫ প্রকৌশলীসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ৩০ ১৮:৩৯:৩১
গণপূর্তের ৫ প্রকৌশলীসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর কর্মস্থলে না ফেরায় গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের বিরুদ্ধে এই চূড়ান্ত ব্যবস্থা নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

বুধবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, সরকারি কর্ম কমিশনের মতামত নিয়ে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমেই এই ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন:

  • ফারহানা আহমেদ, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর
  • মনিরুজ্জামান মনি, উপবিভাগীয় প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর
  • আবদুল্লা আল মামুন, উপবিভাগীয় প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর
  • মোছা. রাহানুমা তাজনীন, উপবিভাগীয় প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর
  • মফিজুল ইসলাম, সহকারী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর
  • শিরাজী তারিকুল ইসলাম, সহকারী স্থপতি, স্থাপত্য অধিদপ্তর

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কর্মকর্তারা কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বা মাস্টার্স প্রোগ্রামে অংশ নিতে সরকারের কাছ থেকে প্রেষণ বা শিক্ষা ছুটি নিয়েছিলেন। কিন্তু ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও তারা কর্মস্থলে যোগদান না করে অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করছিলেন।

উদাহরণস্বরূপ, উপ-বিভাগীয় প্রকৌশলী মনিরুজ্জামান মনি কানাডার টরন্টো ইউনিভার্সিটিতে ডক্টরাল প্রোগ্রামের জন্য মঞ্জুরিকৃত ছুটি শেষে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত ছিলেন। একইভাবে, অন্য কর্মকর্তারাও তাদের ছুটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে কর্মস্থলে গরহাজির ছিলেন, যা সরকারি চাকরিতে গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

গোপন ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

গোপন ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

জাতীয় সংসদ ও উচ্চকক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ফরেন... বিস্তারিত