ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
পূজায় ইলিশ রপ্তানি, বাজারে দাম বাড়ার কারণ জানালেন উপদেষ্টা
.jpg)
নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের অনুরোধে এ বছর ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হচ্ছে। তিনি জানান, এটি কোনো চাপে নয়, বরং সৌজন্যবোধ ও অনুরোধের প্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত।
দীর্ঘদিন ধরে ভারতে মাছ রপ্তানি করা হচ্ছে এবং ধর্মীয় উৎসবের কারণে এবার ইলিশ পাঠানো হচ্ছে। উল্লেখ্য, এটি গত বছরের তুলনায় অর্ধেকেরও কম পরিমাণ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরিদা আখতার এসব তথ্য জানান।
তিনি আরও জানান, গত মৌসুমের তুলনায় ইলিশ কম ধরা পড়ায় বাজারে ইলিশের দাম বেড়েছে। জুলাই মাসে ৩৭ শতাংশ এবং আগস্ট মাসে ৪৭ শতাংশ কম ইলিশ ধরা পড়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। সরকারের উদ্যোগে জনকল্যাণের জন্য নানামুখী কার্যক্রম নেওয়া হয়েছে, যার মধ্যে সরকারি মাছ বিক্রির উদ্যোগ রয়েছে।
এছাড়া প্রবাসীদের কাছেও মাছ রপ্তানির জন্য সরকার পদক্ষেপ করছে। এছাড়া, ইলিশের উৎপাদন কম হওয়ার মূল কারণ হিসেবে তিনি জাটকা নিধন কম হওয়ার বিষয়টি উল্লেখ করেন।
এ মাসেই দেশের বিভিন্ন জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী বাঙালীদের দাবি বিবেচনায় নিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশে ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি অনুমোদন দেওয়া হয়েছে।
ফরিদা আখতার জানান, কৃষিক্ষেত্রে যেমন প্রণোদনা রয়েছে, মৎস্য খাতেও প্রণোদনা বাড়ানোর জন্য আলোচনা চলছে। তিনি আরও জানান, গবাদিপশুকে এলএসডি মুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জসহ চার জেলা সম্পূর্ণরূপে ভ্যাকসিনের আওতায় আনা হবে।
এ সময় কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- মিরাকেলের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করার অভিযোগ