ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

চাকসু নির্বাচন: দুইদিনে মনোনয়ন বিক্রি হয়েছে ১৯৭টি

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৭:৪৫:৩৩

চাকসু নির্বাচন: দুইদিনে মনোনয়ন বিক্রি হয়েছে ১৯৭টি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দুই দিনে মনোনয়ন বিক্রি হয়েছে ১৯৭টি। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে ১২৩টি এবং হল সংসদে ৭৪টি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি বলেন, এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে মনোনয়নপত্র বিতরণ হচ্ছে। দুই দিনে ১৯৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু করে নির্বাচন কমিশন। প্রথম দিন সর্বমোট ২৮টি মনোনয়ন সংগ্রহ করেন প্রার্থীরা। মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে সর্বমোট মনোনয়ন সংগ্রহ করেছেন ১৬৯ জন। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে ৯৭ জন। হল সংসদে ৭২ জন (ছাত্র হলে ২৬ জন এবং ছাত্রী হলে ৪৬ জন)।

তফসিল অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ দিন। এরপর ১৭ সেপ্টেম্বর (বুধবার) মনোনয়নপত্র জমা দানের শেষ সময়।

উল্লেখ্য, ১৯৯০ সালের পর প্রথমবারের মতো হচ্ছে চাকসু নির্বাচন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত