ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

ইউনূসের নির্বাচনের পথরোধে ঘরের শত্রু, বাইরের নয় : ফারুক

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৬:৫৬:০৯

ইউনূসের নির্বাচনের পথরোধে ঘরের শত্রু, বাইরের নয় : ফারুক

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা ঘরের কাছ থেকেই হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি জানান, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে যাঁরা হীন প্রচেষ্টা চালাচ্ছেন, তারা ড. ইউনূসের একেবারে কাছাকাছি অবস্থান করছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠনের আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

সমাবেশে তিনি আরও বলেন, সরকারপ্রধান ও তাঁর কন্যা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। একইসঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন বলে যাঁকে অভিযুক্ত করা হয়, সেই স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন দিল্লিতে।

তিনি অভিযোগ করেন, যারা দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করেছে এবং সহিংসতার পেছনে রয়েছে, তাদের মধ্যে মাত্র দু-একজন ছাড়া কাউকে এখনও আইনের আওতায় আনা হয়নি। বরং সচিবালয়ে এখনও পূর্বতন সরকারের অনুগত ব্যক্তিদের প্রভাব রয়ে গেছে বলে তিনি দাবি করেন।

আন্দোলনকারীরা দাবি করেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং প্রশাসন থেকে একপক্ষীয় আচরণ দূর করা না গেলে জনগণের আস্থা ফেরানো যাবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত