ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

গ্রামের মাটি ছুঁয়ে নেতৃত্বের শিখরে—কে এই জিতু?

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৩:৪১:২২

গ্রামের মাটি ছুঁয়ে নেতৃত্বের শিখরে—কে এই জিতু?

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ছৈয়ালপাড়া গ্রামে জন্ম নেওয়া আব্দুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন। তার এই অর্জন শুধু ব্যক্তি পর্যায়ের নয়—বরং গোটা শরীয়তপুরের মানুষের জন্য এক অনন্য গর্ব এবং তরুণ সমাজের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা।

কৃষক পরিবারে জন্ম নেওয়া জিতু আট ভাইবোনের মধ্যে পঞ্চম। ছোটবেলা থেকেই মেধাবী, মানবিক ও স্বপ্নবান এই তরুণ শিক্ষা জীবনের প্রতিটি ধাপেই নিজেকে আলাদা করে তুলে ধরেছেন।

ব্র্যাক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শুরু করে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি, এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ এবং এইচএসসিতে উত্তীর্ণ হওয়ার পর তিনি ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি নিজেকে গড়ে তোলেন নেতৃত্ব, সমাজসেবা ও সাংগঠনিক দক্ষতার এক ভারসাম্যপূর্ণ মডেলে। ক্যাম্পাসে এবং নিজ এলাকায় গড়ে তোলেন রক্তদাতা সংগঠন “মমতা”, যার মাধ্যমে তিনি অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন সংকটকালে।

তাঁর এই মানবিক উদ্যোগ তাকে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর কাছে একজন নির্ভরযোগ্য, দায়িত্বশীল এবং আদর্শিক তরুণ হিসেবে পরিচিত করে তোলে।

জিতুর নেতৃত্বদক্ষতা প্রকাশ পেয়েছে তার চিন্তা-ভাবনা, সহানুভূতির মনোভাব এবং সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে। ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতি অঙ্গীকার, সাধারণ ছাত্রদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং নিরলস প্রচেষ্টাই তাকে জাকসুর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে বিজয়ী করে তোলে।

এই অর্জনের পর তার নিজ এলাকা ছৈয়ালপাড়ায় আনন্দের বন্যা বইছে। সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়েও এতদূর উঠে আসা জিতুর গল্পে এলাকার মানুষ পেয়েছে আত্মবিশ্বাস। তারা মনে করেন, জিতুর মতো তরুণদের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

আব্দুর রশিদ জিতুর এই সাফল্য কেবল একটি নির্বাচনী ফলাফল নয়—এটি একজন সংগ্রামী তরুণের অনুপ্রেরণামূলক জীবনগাথা। দারিদ্র্য, সীমাবদ্ধতা কিংবা গ্রামীণ পটভূমি—কোনো কিছুই তাকে থামিয়ে রাখতে পারেনি। বরং স্বপ্ন, মেধা, সততা এবং মানুষের জন্য নিঃস্বার্থ ভালোবাসা তাকে পৌঁছে দিয়েছে নেতৃত্বের শিখরে।

আজকের তরুণ সমাজের জন্য জিতুর পথচলা এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেছেন—নেতৃত্ব মানে শুধু পদ নয়, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার নামই প্রকৃত নেতৃত্ব।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত